ঘোলাটে জল

North 24 Parganas News: এ কী অবস্থা পানীয় জলের! সমস্যার উত্তর খুঁজছেন তিন পুরসভার বাসিন্দা

উত্তর ২৪ পরগনা: পানীয় জলের বদলে পাইপ দিয়ে আসছে ঘোলাটে জল, আর সেই জল ব্যবহার করেই সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষকে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাইপ ফেটে ঘটে এই বিপত্তি। তিন পুরসভার কয়েক হাজার মানুষ পড়েছেন চরম সমস্যায়। গঙ্গার জল ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে ছাড়া হলেও উপভোক্ত তারা সেই জল পাচ্ছেন অনেকটাই ঘোলাটে। ফলে তা পান করার অযোগ্য বলেই দাবি এই বিস্তীর্ণ এলাকার মানুষদের। কিছু ক্ষেত্রে এই জল পান করে শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে ছোট শিশু থেকে শুরু করে বয়স্কদের বলেও দাবি। আর এই বিপত্তির মূলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাইপ ফেটে যাওয়া।

আরও পড়ুন: রাতে পার্কিং করে রাখা গাড়ি ঘুম থেকে উঠে দেখলেন পুকুরে ভাসছে! এ কী কাণ্ড

সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষও। পাশাপাশি বারাসাত ও নিউ ব্যারাকপুর পুরসভা এলাকার মানুষদেরও এই একই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। জানা যায়, মধ্যমগ্রাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপ ফেটে বারাসাত মধ্যমগ্রাম ও নিউ বারাকপুর তিনটি পুরসভা এলাকার মানুষদের পড়তে হয়েছে জল যন্ত্রনায়। সাধারণ মানুষের অভিযোগ পুরসভার ট্যাপ লাইনে যে জলপরিষেবা মানুষের বাড়িতে দেওয়া হচ্ছে তা পানেরযোগ্য নয়। দীর্ঘ ৭-৮ দিন ধরে একই সমস্যায় ভুগছে সাধারণ মানুষেরা। তবে এ নিয়ে সাধারণ মানুষকে কোনভাবে সচেতন করা হয়নি বলে অভিযোগ বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভা এলাকার বাসিন্দাদের।

আরও পড়ুন: পুলিশের সিল ভেঙে রাতের অন্ধকারে ‘জায়ান্ট দরবারে’ ঢুকল কারা! আতঙ্কে স্থানীয়েরা

এই জল দিয়েই সাধারণ মানুষের প্রতিদিনের সমস্ত কাজকর্ম চলে। এই জল খেয়ে অসুস্থ হচ্ছে বাচ্চারা এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে মধ্যমগ্রাম পুরসভার পুরো প্রধান নিমাই ঘোষ। তিনি জানিয়েছেন কয়েকদিন ধরে এই সমস্যা চলছে আমরা দ্রুততার সঙ্গে তা সারাই করার কাজ করছি তবে এই সমস্যার জন্য তিনটে পুরসভা কেই সমস্যায় পড়তে হয়েছে বলেও তিনি জানান। তবে আগামী দু’দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। তবে এই জল যন্ত্রণা থেকে কতদিনে রেহাই পায় সাধারণ মানুষ এখন তারই অপেক্ষায় রয়েছে মধ্যমগ্রাম বারাসাত ও নিউ ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy