বিরিয়ানির হাঁড়িতে তৃণমূলের প্রতীক চিহ্ন

TMC Biryani Celebration: ব্যারাকপুরে বিরিয়ানির চেহারায় বড় বদল! সবুজ ঝড়ের উদযাপনে হাঁড়িতেই তৃণমূল, ভাইরাল ছবি

বিরিয়ানির হাঁড়িতে তৃণমূল! সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যবাসি দেখল ঘাসফুলের জয়জয়কার। সবুজ আবিরের ঝড়ে হেভিওয়েট বেশ কিছু বিজেপি নেতৃত্ব হেরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম ব্যারাকপুর।
বিরিয়ানির হাঁড়িতে তৃণমূল! সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যবাসি দেখল ঘাসফুলের জয়জয়কার। সবুজ আবিরের ঝড়ে হেভিওয়েট বেশ কিছু বিজেপি নেতৃত্ব হেরে গিয়েছেন। তার মধ্যে অন্যতম ব্যারাকপুর।
দীর্ঘদিন ধরে এই লোকসভা কেন্দ্র দখলে রেখেছিল বিজেপি। সেই জায়গা থেকে তৃণমূল ২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী করে যুব সংগঠন করে উঠে আসা ও পরবর্তীতে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করা পার্থ ভৌমিকের উপর। যদিও অর্জুন-গড়ে জেতা এতটা সহজ ছিল না বলেই মনে করেন অনেকে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংকে হারিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দখল নেয় তৃণমূল কংগ্রেস।
দীর্ঘদিন ধরে এই লোকসভা কেন্দ্র দখলে রেখেছিল বিজেপি। সেই জায়গা থেকে তৃণমূল ২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী করে যুব সংগঠন করে উঠে আসা ও পরবর্তীতে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করা পার্থ ভৌমিকের উপর। যদিও অর্জুন-গড়ে জেতা এতটা সহজ ছিল না বলেই মনে করেন অনেকে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংকে হারিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দখল নেয় তৃণমূল কংগ্রেস।
জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হলেন পার্থ ভৌমিক। আর এই জয়ের সেলিব্রেশানেই এবার বিরিয়ানির হাঁড়িতেও তৃণমূলের অভিনবত্বের ছোঁয়া
জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হলেন পার্থ ভৌমিক। আর এই জয়ের সেলিব্রেশানেই এবার বিরিয়ানির হাঁড়িতেও তৃণমূলের অভিনবত্বের ছোঁয়া
বিরিয়ানির হাঁড়ির মধ্যে দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভা এলাকার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল
বিরিয়ানির হাঁড়ির মধ্যে দলীয় প্রতীক এঁকে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভা এলাকার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল
ভোটের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৬৪ হাজার ৪৩৮ ভোটে হারিয়ে দেন। এরপরই এই লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে শুরু হয় সবুজ আবিরে ডিজে বাজিয়ে সেলিব্রেশন
ভোটের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ৬৪ হাজার ৪৩৮ ভোটে হারিয়ে দেন। এরপরই এই লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে শুরু হয় সবুজ আবিরে ডিজে বাজিয়ে সেলিব্রেশন
ছিল খাওয়া দাওয়ারও আয়োজন। প্রায় হাজার খানেক মানুষ এদিন জয় উল্লাসে অংশ নিয়েছিলেন আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খণ্ডেশ্বর গ্রামের আগমনী সংঘ ক্লাবের ৮৮ নম্বর বুথে। এদিনের খাওয়া-দাওয়ার মেনু ছিল বিরিয়ানি।
ছিল খাওয়া দাওয়ারও আয়োজন। প্রায় হাজার খানেক মানুষ এদিন জয় উল্লাসে অংশ নিয়েছিলেন আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খণ্ডেশ্বর গ্রামের আগমনী সংঘ ক্লাবের ৮৮ নম্বর বুথে। এদিনের খাওয়া-দাওয়ার মেনু ছিল বিরিয়ানি।
বিশাল আকারের তামার হাঁড়িতে রান্না করা হয় বিরিয়ানি। সেখানেই জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা সেই বিরিয়ানির হাঁড়িতেই তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল একে উৎসর্গ করলেন কর্মী-সমর্থকদের। (প্রতীকী ছবি)
বিশাল আকারের তামার হাঁড়িতে রান্না করা হয় বিরিয়ানি। সেখানেই জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা সেই বিরিয়ানির হাঁড়িতেই তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল একে উৎসর্গ করলেন কর্মী-সমর্থকদের। (প্রতীকী ছবি)
তারপরই চলল খাওয়া দাওয়া। আর সেই বিরিয়ানির হাঁড়িতে আঁকা প্রতীক চিহ্নের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বলছেন এখন 'বিরিয়ানিতেও তৃণমূল' (প্রতীকী ছবি)
তারপরই চলল খাওয়া দাওয়া। আর সেই বিরিয়ানির হাঁড়িতে আঁকা প্রতীক চিহ্নের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বলছেন এখন ‘বিরিয়ানিতেও তৃণমূল’ (প্রতীকী ছবি)