TMC Joining: বিজেপিতে বড় ধস, অনুব্রতর জেলায় তৃণমূলে বিরাট যোগদান! ‘ক্ষমতা’ ছিনিয়ে নিল ঘাসফুল

সুপ্রতিম দাস, সিউড়ি: লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে। বীরভুমের সিউড়ির কড়িধ্যা গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ১৭ আসনের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত গঠনে ৯টি আসন ছিল বিজেপির, তৃণমুলের ছিল ৮টি আসন। সোমবার বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূলে।

ফলে তৃণমূলের ১০টি আসন, বিজেপির হল ৭টি আসন। কিন্তু সরকারিভাবে আড়াই বছর আগে অনাস্থা আনতে পারবে না। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সিউড়ির তৃণমুল বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

আরও পড়ুন: নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? আদালতে উঠল প্রশ্ন, তুমুল চাঞ্চল্য!

লোকসভা ভোট মিটতেই বীরভূম বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সোমবার তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা। বিকাশ জানান, কড়িধ্যা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিও-র কাছে আবেদন জানাবে তৃণমূল।

পঞ্চায়েতের উপপ্রধান ও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০ জন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে তৃণমূল ৮ ও বিজেপি ৯টি আসন পায় ওখানে। এখন পঞ্চায়েতে তৃণমূলের সদস্য হল ১০ জন।