শাসক নেতা অতীশ সরকার

Viral Video: ‘মা-বোনের ছবি…’, অশোকনগরের তৃণমূল নেতার মুখে অশ্লীল নিদান, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

অশোকনগর: প্রকাশ্যে তৃণমূল নেতার নিদারুন হুঁশিয়ারি! আর তা ঘিরেই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকারের স্বামী অতীশ সরকার। আরজি কর-কাণ্ডে নির্যাতিতা তরুণীর দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা থেকে করা তাঁর মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে ওই নেতাকে বলতে শোনা গিয়েছে, মা-বোনদের বিকৃত ছবি করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হবে।

অতীশ সরকারের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, এমনকি নারীদের স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামা সব বয়সের মহিলারাও রীতিমতো নিন্দার ঝড় তুলেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরাও। প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “বদলা নয়, বদল চাই”। স্লোগান বদলে বর্তমান পরিস্থিতিতে “ফোঁস” করা নির্দেশ দেন। বর্তমানে চলা কুৎসা ও প্রচারের বিরুদ্ধে জবাব দিতে দলীয় নেতাকর্মীদের এমন নির্দেশের পরই শাসকদলের এই নেতার এমন হুমকি বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুনঃ অভিষেক-ঐশ্বর্যা নিয়ে প্রবল গুঞ্জন, এবার নাতনি নব্যা নভেলির জন্য গর্বে ডগমগ অমিতাভ-জয়া! ব্যাপার কী?

অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, ইতিমধ্যেই সেই আচরণের তীব্র নিন্দা করছে দল এবং তাঁকে চিহ্নিত করে @AITCofficial এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ ট্যুইট করে জানান, ওই নেতাকে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দল থেকে। অশোকনগরের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কু-কথা। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে বিকৃত ছবি করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিলেন তৃণমূল নেতা অতীশ সরকার। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ নারকেল, সিঁদুর, চিনি…! আজ কৌশিকী অমাবস্যার মাহেন্দ্রক্ষণে করুন ৬ কাজ, দীর্ঘ অর্থাভাব ঘুচবে, সুখের বৃষ্টি

আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসি দাবিতে চলছিল প্রতিবাদ সভা। সেখানেই বক্তব্য রাখতে ওই তৃণমূল নেতা বলেন, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সিপিএম ও বিজেপির তরফ থেকে একজন বর্তমান কাউন্সিলারের স্বামী, যিনি নিজেও প্রাক্তন কাউন্সিলর ছিলেন সেই তৃণমূল নেতা অতীশ সরকার ওরফে ঝুঙ্কুর এমন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন ওই তৃণমূল নেতা? তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?” অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছের লোক, পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা ঝুঙ্কর এমন মন্তব্যে দল যে আরও একবার অস্বস্তিতে পড়ল তা মনে করছেন দলের একাংশের নেতা-কর্মীরাই।

প্রকাশ্যে না হলেও, আড়ালে দলের এই নেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূলের একাংশ। বিধায়ক ও সাংসদের হাত থাকায়, এত বারবারন্ত তার বলেও মনে করছেন অনেকে। যদিও বিষয়টি ইতিমধ্যেই দলের উচ্চতর নেতৃত্বের চোখে পড়েছে বলেও জানা গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও শাসক নেতার এমন হুমকি তুলে ধরে কটাক্ষ করেছেন। এই মন্তব্য নিয়ে ওই শাসক নেতার যুক্তি, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য, কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করে, তাদেরকে সতর্ক করতেই এমন বলেছেন। বিষয়টি নিয়ে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে।

Rudra Narayan Roy