ফেন্সিং

Alipurduar News: এই বিশেষ বেড়াতেই এবার জব্দ বেয়ারা হাতির পাল! স্বস্তি জঙ্গল লাগোয়া গ্রামে

আলিপুরদুয়ার: বেড়ার মত সোলার ফেন্সিং দেওয়ার পর হাতির হানা রুখতে সক্ষম হয়েছেন পানবাড়ি গ্রামের বাসিন্দারা। গ্রামের চার কিলোমিটার ব্যাসার্ধজুড়ে পর্দার মত করে সৌর বিদ্যুতের ঝুলন্ত ফেনসিং দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩০ কিলোমিটার ফেন্সিং দেওয়া হয়েছে। ফলও মিলেছে হাতেনাতে৷ গত মার্চ মাসে কাজটা শেষ হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত গ্রামে হাতি ঢোকেনি। জানা যায় এলাকায় জঙ্গল থেকে প্রায় দিনই বেরিয়ে আসত হাতির দল। তারপরেই গৃহস্থের বাড়ি ঘর যেমন ভাঙচুর করত,তেমনই ফসলের উপর চলত হানা।

হাতির আক্রমণ রোধে কী করণীয় সেই বিষয়ে জেলাবাসীদের পথ দেখাচ্ছে পূর্ব রাজাভাতখাওয়া রেঞ্জের গ্রাম পানবাড়ি। এই গ্রামেই হাতির হানা রুখতে সৌর বিদ্যুতের ঝুলন্ত বেড়া লাগানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানান,”এই সৌর বিদ্যুতের বেড়া দেওয়ার পর থেকে গ্রামে হাতির হানা হচ্ছে না। আমরা এবার ফসলও ভালো উৎপাদন করেছি।

আরও পড়ুন:মহারাষ্ট্র ও কেরলের পর পশ্চিমবঙ্গ, বাংলার প্রথম বইগ্রাম আলিপুরদুয়ারে

এলাকার বন সুরক্ষা কমিটির তরফে জানা যায়,গত ছয় বছরে বন সুরক্ষা কমিটির প্রাপ্ত অর্থ সঞ্চয় করে দেখা যায় প্রায় ১২ লক্ষ টাকা জমা হয়েছে। এই টাকা ব্যবহার করে পানবাড়ি ধামসি বাঁধ থেকে লোয়ারডাঙ্গি পর্যন্ত একটি বেড়া নির্মাণ করা হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন বলেন, বন সুরক্ষা কমিটির সদস্যরা তাঁদের লভ্যাংশের টাকা দিয়ে এই সৌর বিদ্যুতের বেড়া লাগিয়েছেন। গত মার্চ মাসে পানবাড়ি ও ২১ মাইল বস্তি গ্রামে এই কাজ শেষ হয়। তারপর থেকে এখনও পর্যন্ত গ্রামে হাতি আসার কোনও খবর আমরা পাইনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey