প্রণব বর্মণ

Alipurduar News: ক্যারাটে ভালবেসে ‌যা করছেন এই টোটোচালক! উদ্যোগ দেখে গর্বিত এলাকাবাসী

আলিপুরদুয়ার: সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু এতো কিছুর মাঝেও দুঃস্থ ছেলে, মেয়েদের ক্যারাটে প্রশিক্ষন দিচ্ছেন ফালাকাটার প্রণব বর্মন। সুস্থ সমাজ গড়তে বদ্ধ পরিকর তিনি। সংসারের টানাপোড়েন দেখে ছোট থেকে বড় হয়েছেন প্রণব। ক্যারাটে পছন্দ করতেন। তাই বিনামূল্যের প্রশিক্ষন শিবিরগুলিতে যেতেন। এরপর নিজে কাজ করেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন।

সংসারের অনটন ঘোচাতে সক্ষম হননি তিনি। তাই অভাবের সংসারে চালান টোটো। প্রণব বর্মন জানান,”অভাব ছোট থেকেই দেখে এসেছি। ক্যারাটের প্রতি ভাল লাগা ছিল। তাই কষ্ট করে শিখেছি। মনে হয়েছিল এই শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। তার থেকেই এই উদ্যোগ।” এলাকার নেশায় আসক্তদের বিপথগামী হতে দেখে নিজে ঠিক থাকতে পারেননি প্রণব।

আরও পড়ুন:গাদা গাদা টাকা খরচ করে জঙ্গল সাফারি নয়, এই সেতুতে এলেই দেখতে পাবেন বন্যপ্রাণী! ‌ভিড় জমান পর্যটকরা, যাবেন নাকি?

টোটো চালানোর ফাঁকেই যুবক যুবতীদের দিচ্ছেন ক‍্যারাটে প্রশিক্ষণ। পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি ভান্ডানির শাকালুরহাটের বাসিন্দা প্রণব বর্মন। একজন টোটো চালকের এমন উদ্যোগে এলাকায় ফিরছে সুস্থ পরিবেশ।দুঃস্থ পরিবারের বহু শিক্ষার্থীদের বিনামূল্যে ক‍্যারাটে প্রশিক্ষণ দেন তিনি। বর্তমানে ফালাকাটা ব্লকের তিনটি জায়গায় এই ক‍্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন প্রণব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey