টোটো চালকদের বিক্ষোভ

Toto Driver Protest: শহর থেকে আসা শিক্ষকদের গ্রামে ঢুকতে বাধা! গ্রামের টোটো চালকদের ‘আজব’ প্রতিবাদ

জলপাইগুড়ি: গ্রামের টোটো শহরে নয়, এই নিয়ম বেশ কিছুদিন চালু হয়েছে। আর তারই পাল্টা হিসেবে এবার শহরের থেকে যাওয়া শিক্ষক-শিক্ষিকাদের গ্রামে ঢুকতে বাধা দেওয়া হল! জলপাইগুড়ির ঘটনা।

জলপাইগুড়ি শহরের চারিপাশে আছে গ্রামাঞ্চল। সেখানকার‌ই গড়ালবাড়ি স্কুলের সামনে টোটো নিয়ে দেখা দিল উত্তেজনা।‌ সম্প্রতি জলপাইগুড়ি পুর এলাকার আশেপাশে অবস্থিত গ্রামাঞ্চল থেকে টোটো নিয়ে শহরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আর তাতেই বেজায় চটেছেন গ্রামের টোটো চালকরা। তবে এতেও শহরের টোটো চলাচলের সমস্যা মেটেনি। কারণ পুরসভার সামনে প্রতিদিন ভিড় করে থাকছেন টোটো চালকরা। ফলে শহরের প্রধান রাস্তায় যানজট দেখা দিচ্ছে।

উত্তর ২৪ পরগনা: জেলায় লক্ষাধিক টাকার জাল নোট ছড়িয়ে, তদন্তে নেমে বড় সাফল্য পুলিশের

এরই মধ্যে পুরসভা থেকে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট কুপন না পাওয়ায় ক্ষোভ বাড়ছে টোটো চালকদের মধ্যে। সব মিলিয়ে জলপাইগুড়ি শহর ও তার আশেপাশের গ্রামগুলিতে টোটো নিয়ে বিস্তর সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে টোটো চালক নিমাই দাস জানান, এই টোটো চালানোর উপর নির্ভর করেই তাঁর সংসার চলে। আর‌ও অনেকের একই অবস্থা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আদৌ আর সঠিকভাবে টোটো চালিয়ে রোজগার হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। সেক্ষেত্রে গোটা পরিবার নিয়ে পথে এসে দাঁড়াতে হবে বলে জানান তিনি।

সুরজিৎ দে