রাস্তার দুই ধারে টোটার লাইন

টোটো নিয়ে বিরাট অভিযোগ! রাস্তায় এ কী অবস্থা! শ্রীরামপুরে বড়সড় সমস্যা

শ্রীরামপুর: অবৈধভাবে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকে টোটো! যার ফলে নিত্য দিনের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের।

নিত্যদিনের যাতায়াত থেকে কোনও অসুস্থ রোগীর জন্য আসা অ্যাম্বুলেন্স, সব ক্ষেত্রেই পড়তে হচ্ছে যানজটের মুখে। এমনকী রাস্তার ধারে বাড়ি যাদের, তারাও বাড়ির দরজা ব্যবহার করতে পারেন না অবৈধভাবে টোটো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার জন্য, এমনই অভিযোগ এলাকাবাসীর।

হুগলি জেলার শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় টোটোর জন্য নিত্যদিন সমস্যা ভোগ করছেন এলাকাবাসীরা। স্থানীয় মানুষদের অভিযোগ, এলাকায় একটি বেসরকারী স্কুল রয়েছে, সেই স্কুলর ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন থাকে টোটোর লাইন।

আরও পড়ুন- বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন

সেই টোটোর লাইন থাকে রাস্তার ধারে। এলাকাবাসীর অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও তারা কোনওরকম উদ্যোগ নিচ্ছে না।

প্রতিদিন টোটোর কারণে এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা টোটো দাঁড়িয়ে থাকার কারণে অসুবিধা বাড়ছে। একেই সরু রাস্তা, তার উপর টোটোর দৌরাত্ম্য। যান চলাচলের অযোগ্য হয়ে উঠছে এলাকার রাস্তা।

আরও পড়ুন- বর্ষার দিঘা যেন গোয়া! বদলে গিয়েছে এই নিয়ম! মানলে দ্বিগুণ মজা! নচেৎ বিরাট সাজা

নিত্যদিনের হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে টোটো চালকদের বক্তব্য, তারা রুজি রোজগারের জন্য সেখানে টোটো নিয়ে এসে দাঁড়ান। রাস্তা ছাড়া তাদের দাঁড়ানোর কোনও পথ নেই। স্কুল কর্তৃপক্ষ যদি কোনওরকম ব্যবস্থা নেয় তাহলে উপকৃত হবেন তাঁরা।

রাহী হালদার