Darjeeling News: তিস্তার জলোচ্ছ্বাসে ভেসে এল হিমালয়ান ব্ল্যাক বিয়ার! তৎপর বনদফতরের একাধিক পদক্ষেপ

দার্জিলিং: এক টানা বৃষ্টির জেরে বিপন্ন পাহাড়। ধস এবং বন্যা পরিস্থিতি একাধিক জায়গায়। সাধারণ মানুষ তো বটেই ক্ষতি হয়েছে বনাঞ্চল এবং বন্যপ্রাণের। তাই এবার এই বন্যা ও ধস পরিস্থিতিতে বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের রক্ষা করতে উদ্যোগী হল রাজ্যের বন দফতর। সম্প্রতি সিকিমে প্রবল বৃষ্টির কারণে একাধিক জঙ্গলে ধস এবং বন্যা হয়। সেই বন্যায় ভেসে গিয়েছে একাধিক বন্য প্রাণী। পাহাড় তো বটেই সমতলেও একই পরিস্থিতি তৈরি হয়। কালিঝোরা বাঁধ থেকে উদ্ধার হয় একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দেহ। বন আধিকারিকদের অনুমান, তিস্তার প্রবল জলোচ্ছাসে তলিয়ে যায় ভাল্লুকটি। অন্য দিকে, একইভাবে বক্সার জঙ্গলেও নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি হরিণ। যদিও বন দফতরের তৎপরতায় সেই হরিণগুলোকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল ( উত্তরবঙ্গ) রাজেশ কুমার বলেন, “বন্যা পরিস্থিতি সতিই উদ্বেগের। তাই সমতলে অতিরিক্ত নজরদারি রাখতে বলা হয়েছে। মনিটরিং টিম বাড়াতে বলা হয়েছে। প্রত্যেক বিটকে সতর্ক করা হয়েছে।” উত্তরবঙ্গের মুখ্য বনপাল ( বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, “একটি ভাল্লুকের দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি বক্সাতে কয়েকটি হরিণকে তলিয়ে যাওয়া থেকে বাঁচানো হয়েছে। বিষয়টি হল বড় প্রাণীর ক্ষেত্রে উদ্ধার কাজ চালানোটা সম্ভব। কিন্তু সরীসৃপ বা ছোট প্রানীর ক্ষেত্রে তা কোন ভাবেই সম্ভব না।”

আরও পড়ুন: রাত বাড়তেই ভয়ে কাঁটা! চিৎকার শুরু কুকুদের! এলাকায় ‘অজানা’ জন্তুর পায়ের ছাপ, কে এল আচমকা

আরও পড়ুন: টাকার লোভে নিজেরই ভাইপোকে অপহরণ! ৬০ লাখের মুক্তিপণ দাবি, কাকার যা পরিণতি হল…

তিনি জানান, বন্যা পরিস্থিতি হতে পারে এই ধরণের প্রত্যেকটি রেঞ্জের অধীনে ক্যাম্প অফিস খোলা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কোনও বন্যপ্রানী কোন গর্তে বা নদীতে তলিয়ে যাচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য প্রায় ৪০ টির বেশি মনিটরিং টিম ময়দানে নামানো হয়েছে। বন্যা পরিস্থিতি হলে ওই টিম টানা নজরদারি চালাবে। হরিণের পাল, হাতির পালের উপর নজর রাখতে বলা হয়েছে। নদীতে কোনও প্রানীর দেহ ভেসে আসলে তৎক্ষণাৎ তা উদ্ধার করতে বলা হয়েছে।

অনির্বাণ রায়