শহরে চলছে টোটো

টোটোর এত দাপাদাপি রাস্তায়, পুরসভার প্রশ্রয় আছে? জানা গেল ‘ভিতরের খবর’

মুর্শিদাবাদ: ১৫ অগাস্টের পর রাজ্যের অনেক রাস্তায় টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। পরিবহণ দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি কোন এলাকায় টোটো বন্ধ হচ্ছে না।

টোটো চালানোর পক্ষেই আছে পৌরসভা! তবে আরটিও নির্দেশিকা জারি করলেও এখনই মুর্শিদাবাদ জেলার কোনও জায়গায় টোটো বন্ধ হয়নি বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন- অঞ্জনা রক্ষার দাবিতে নদীবক্ষে সাঁতার! পাড়ে উপচে পড়া ভিড় মানুষের

মফঃস্বলের রাস্তায় অগুণতি টোটো বৃদ্ধি হচ্ছে। সেই কারণে বাড়ছে দুর্ঘটনা। যেখানে-সেখানে যাত্রী তুলছে টোটো, মানছে না ট্রাফিক নিয়ম। এমন অসংখ্য অভিযোগ প্রায় রোজই জমা পড়ছে পুলিশ-প্রশাসনের কাছে।

শহর থেকে গ্রাম, সর্বত্র এখন মানুষের যাতায়াতের মাধ্যম টোটো। বাস, ট্রেন, অন্য গাড়ির মতো টোটো এখন মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। তবে টোটোর সংখ্যা প্রশাসনকে ভাবিয়ে তুলেছিল।

ই-রিকশা বা টোটোর দাপাদাপিতে রাশ টানতে চাইছে প্রশাসন। টোটোর জন্য যানজট-সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনি অটোর চলাচলে রাশ টানতে চাইছে প্রশাসন বারবার।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এত দিন ধরে চলবে ভারী বৃষ্টি! কলকাতায় কবে বৃষ্টি?জানুন

রাজ্য পরিবহণ দফতর টোটোর দাপাদাপি রুখতে বেশ কিছু ব্যবস্থা নিলেও বর্তমানে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা ও ব্লকে আপাতত বন্ধ হচ্ছে না টোটো চলাচল। জানিয়েছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।

অন্যদিকে, টোটো চালকরাও বর্তমানে সংকটে পড়েছিলেন। ১৫ অগাস্টের পর মুর্শিদাবাদ জেলা জুড়ে টোটো বন্ধের নির্দেশিকা জারি হলেও বর্তমানে টোটো চলাচল করবে বলেই জানানো হয়েছে।

কৌশিক অধিকারী