বিভিন্ন প্রজাতির পাখি

Murshidabad Tourism: শহরের কোলাহল থেকে দুরে গিয়ে দেখে আসুন এই পাখিরালয়! রঙ বেরঙয়ের পাখি দেখে মন ভরে ‌যাবে 

মুর্শিদাবাদ: থানা চত্বরে গড়ে উঠল পার্ক। আর পার্ককে কেন্দ্র করে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পাশাপাশি পার্কে গেলেই দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখির। মুর্শিদাবাদ জেলাতে কাটোয়া কান্দি রাজ্যে সড়কের ওপর সালার থানার পাশ দিয়ে গেলেই একবার ঢুকেদেখতে পাবেন এই পার্ক। সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে ওঠা পাখিরালয়।

আরও পড়ুনঃ গার্ডেনরিচের ছায়া কোন্নগরে! নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু দু’জনের, আহত আরও দু’জন

প্রকৃতি প্রেমীদের এবং পাখি পর্যবেক্ষকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই পাখিরালয়। আনা হয়েছে, হলুদ টিয়া পাখি থেকে লাভ বার্ডস-সহ বিভিন্ন প্রজাতির পাখি। মুর্শিদাবাদ জেলা পুলিশ ও সালার থানার উদ্যোগে পাখিরালয় উদ্বোধন করা হল। পুলিশের সঙ্গে জনসংযোগ তৈরি করতেই এই পাখিরালয় তৈরি করা হল সালারে। সালার শিশু উদ্যানে ১০ থেকে ১২ রকমের পাখি রাখা আছে।

মহকুমা পুলিশ আধিকারিক আম্বাদারের কথায়, পুলিশ ও জনসাধারণের সঙ্গে জনসংযোগ তৈরি হবে এই পাখিরালয় থেকেই। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলাতে আসা পর্যটকরাও কাটোয়া থেকে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশের সময় অনায়াসেই পাখিরালয় ভ্রমণ করতে পারবেন। এই পার্কে এলেই মিলবে পাখির কিচির মিচির আওয়াজ।

কৌশিক অধিকারী