ঠাকুরনগর বারুনী মেলা

North 24 Parganas News: নেই ক্রেতা লাটে ব্যবসা, বারুনী মেলায় এসে মাথায় হাত ব্যবসায়ীদের!

উত্তর ২৪ পরগনা: মতুয়া পীঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়ির দুই পক্ষের মধ্যে পারিবারিক সমস্যার কারণে, ঐতিহ্য হারাচ্ছে বারুনী মেলা! দীর্ঘ বহু বছর ধরে বারুনী মেলাকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকে পসরা নিয়ে ব্যবসায়ীরা আসেন ঠাকুরনগরে, সাত দিন ধরে চলে মেলা। তবে এবার অনেকটাই নিরাশ তারা। মেলায় নেই বেচাকেনা, ব্যবসায়ীরা জানাচ্ছেন ধার দেনা করে মেলায় দুটো টাকা লাভের আশায় এসে রীতিমত মাথায় হাত দেওয়ার পরিস্থিতি তাদের। রীতিমত ক্ষোভে ফুঁসছেন তারা।

আরও পড়ুন: হাতে লাঠি, পায়ে সাধারণ চটি…১২ বছরে বিশ্বভ্রমণের লক্ষ্যে তীব্র গরমেও অবিচল বাংলাদেশি যুবক

বারুনি মেলাকে কেন্দ্র করে মতুয়া মহাসংঘের তরফে আগে থেকেই মেলায় দোকান দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তারা। সেই মতো মেলায় কয়েকশো দোকানদার তাদের বিভিন্ন সামগ্রি সহ খাওয়া-দাওয়ার দোকান সাজিয়ে বসেন। প্রথমে শুরুর দিকে ঠিকঠাক চললেও, ঠাকুরবাড়ির পারিবারিক গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসতেই মেলা ছাড়েন মতুয়া ভক্তরা। ফলে দোকান সাজিয়ে বসে থাকলেও নেই একটাও ক্রেতা বলে দাবি। মেলার প্রায় শেষ পর্যায় এসে এমন অবস্থা দোকানদারদের যে কি করবেন তা বুঝে উঠতে পারছে না। এক দোকানদার জানান, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে মেলায় দোকান দিয়ে আসছেন তিনি, কোন বছর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি, যা এবছর তাদের হচ্ছে।

আরও পড়ুন: বাজারে এসেছে তাপ প্রতিরোধী তুলো! কী কাজে লাগে? জানলে অবাক হবেন

তাদের দাবি, ব্যবসায় যে ক্ষতি হল, সেই ক্ষতিপূরণ কোন পরিবার দেবে! এক একটি দোকানে একাধিক লেবার কাজ করেন, তাদের টাকাই কে দেবে! দোকানদের আমন্ত্রণ নিমন্ত্রণ করে এনে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার খেসারত ই বা কে দেবে! দোকানদারদের চোখের জলের কে দাম দেবে! এখন এমন একাধিক প্রশ্নই তুলছেন ঠাকুরনগরে বারুনী মেলায় ব্যবসা করতে আসা দোকানদাররা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন মেলায় আগত ব্যবসায়ীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দোকানদারদের তরফ থেকে দাবি করা হয়, ঠাকুরবাড়ির পারিবারিক সমস্যা মিটিয়ে নিক পরিবারে লোকেরাই। অতীতের মতই বারুণী মেলায় ফিরুক শান্তি।

Rudra Narayan Roy