রিসর্ট 

Weekend Tourist Spot: মাত্র ৩৫০ টাকায় সারাদিনের খাবার সঙ্গে বাউল গান, শীতের দিনে দারুন জায়গা! জানুন

পূর্ব বর্ধমান: শীতের মরশুমে বর্ধমানের অরণ্য রিসর্টে উপচে পড়ছে ভিড়। চাইলে আপনারাও একবার দেখে আসতে পারেন এই জায়গা। দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রায় সবাই ছুটে যেতে চান খোলা আকাশের নিচে, একটু শান্ত হয়ে দাঁড়াতে চান প্রকৃতির আশ্রয়ে। আর এরকম জায়গা যদি থাকে হাতের নাগালে তাহলে তো কথাই নেই। কলকাতার কাছেই পাবেন শহরের কোলাহল মুক্ত এক গ্রাম্য মনোরম পরিবেশ। সেখানে নির্জনতা যেন জড়িয়ে আছে সবকিছুতে। এখানে স্বল্প খরচেই পাবেন সারাদিনের সুস্বাদু পেট ভরা খাবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় আছে এই জায়গা, কীভাবে যাবেন এবং কী কী পাবেন?

আরও পড়ুনঃ গ্যাসের বার্নার খুব নোংরা? রান্নাঘরে একটি মাত্রে জিনিসেই নিমেষে চকচকে হবে!

বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত ‘অরণ্য পার্ক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট’। স্টেশন থেকে টোটোয় উঠে অরণ্য রিসর্ট বললেই পৌঁছে দেবে যে কেউ । ভাড়া পড়বে ২০০-২৫০ টাকা। এছাড়া বর্ধমান থেকে কেউ বাসে এলে তাঁকে নামতে হবে বাঁকুড়া মোড় অথবা দইচাঁদা স্টপেজে। তারপর টোটোয় করে সামান্য কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই জায়গায় । এই রিসর্ট প্রসঙ্গে রিসর্টের কর্ণধার শেখ পারভেজ উদ্দীন বলেন, “এই জায়গায় প্রতিবছরই শীতের সময় পর্যটকদের ভিড় হয়। পিকনিকের জন্য বহু মানুষ আসেন। দূর দূরান্ত থেকে আনন্দ উপভোগ করতে অনেকেই এই জায়গায় আসেন। মনোরঞ্জনের জন্য আমাদের এখানে বিশেষ ব্যবস্থা আছে ।”

রিসর্টে প্রবেশ করার জন্য প্রথমেই আপনাকে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। এই রিসর্টে অল্প টাকার মধ্যেই পাবেন প্যাকেজ সিস্টেমে খাবার। ব্রেকফাস্ট -এ থাকবে নানপুরী, আলুরদম, কফি। লাঞ্চ – এ থাকবে প্লেইন রাইস, ডাল, সব্জি, আলুঝুরি ভাজা, চাটনি, পাঁপড়, স্নাক্স – এ দেওয়া হবে ভেজপকোড়া ২পিস, চিকেন পকোড়া ২পিস। ভেজ প্যাকেজর জন্য দিতে হবে ৩৫০/- টাকা, চিকেন প্যাকেজ মাত্র ৫০০/- টাকায় এবং মটন প্যাকেজ পাওয়া যাবে ৬০০/- টাকার মধ্যেই। কেউ চাইলে এখানে রাত্রিবাস করতে পারেন। হোটেলের রুম ভাড়া হল- সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১০০০ টাকা। আর রাত্রিবাস করলে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে। অর্থাৎ রাত্রিবাস করলে সেক্ষেত্রে মোট ১২০০ টাকা খরচ হবে।এই রিসর্টে নৌকা বিহারেরও দারুণ ব্যবস্থা আছে। এছাড়াও সঙ্গে আছে বাউল গান। তবে এর জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে। নৌকা ভাড়া ৩০ মিনিটের জন্য ৪০০-৭০০ টাকার মধ্যে। বাউল গান শুনতে খরচ হবে অতিরিক্ত ৩০০ টাকা।

এমনি ঘুরতে যাওয়া ছাড়াও ২৬ বিঘা জমির উপর তৈরি এই রিসর্টে জন্মদিনের পার্টি আয়োজনের যাবতীয় ব্যবস্থা আছে। বাচ্চাদের পার্ক, বসার জায়গা এবং কাছেই থাকছে সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট। পিকনিক স্পট হিসেবেও জায়গাটি ভাড়া পাওয়া যায়। পরিবার বা বন্ধুদের নিয়ে পিকনিক করতে চাইলে এখানে আসতে পারেন। সবমিলিয়ে মনরম পরিবেশে একটা বা দুটো দিন ছুটি কাটাতে চাইলে আপনার অন্যতম পছন্দের গন্তব্য হতে পারে এই অরণ্য রিসর্ট। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9083359658 এই নাম্বারে।

বনোয়ারীলাল চৌধুরী