ইছামতীর তীরে দক্ষিণ হাওয়া রিসোর্ট

Short Travel Destination: ইছামতীর তীরে ভ্রমণের নতুন সন্ধান! কম বাজেটে ঘুরে আসুন দক্ষিণ হাওয়া রিসর্ট

বসিরহাট: ইছামতীর তীরে ভ্রমণের নতুন সন্ধান এবার বসিরহাটের হাসনাবাদে। সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝে ইছামতীর তীরে খোলা হাওয়া পেতে চলে আসুন দক্ষিণ হাওয়া রিসর্টে।

উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের খুব কাছেই ইছামতী নদীর তীরে গড়ে উঠল সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান দক্ষিণ হাওয়া রিসর্ট। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউবা বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করতে আসেন। চাইলে কয়েকদিনও কাটাতে পারেন।

আরও পড়ুনPegs Measurement Reasons: ১০-২০ নয়, কেন শুধুমাত্র ৩০ আর ৬০ মিলিতেই মাপা হয় মদের পেগ? উত্তর জানেন না ৯৯ % মানুষই

উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ যেখান থেকে জলরাশির ভিউ পাবেন। এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন।

শহরে মানুষের পছন্দের তালিকায় অনেক সময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাসনাবাদের শুলকুনি খেয়াঘাটের পাশে গড়ে ওঠা এই মনমুগ্ধকর উদ্যান।

আরও পড়ুনDol Travel Destination: দোলের ছুটিতে অনায়াসে ঘুরে আসুন পাইনের জঙ্গলে, ঝর্নার জলে পা ডুবিয়েই দিব্যি সময় কেটে যাবে

ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশনে নেমে কয়েক মিনিটের মধ্যে পোঁছে যাবেন এই রিসোর্টে। পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই উদ্যানটির সৌন্দর্য অত্যমাত্রা আনবে।

জুলফিকার মোল্যা