দুর্গাপুরের বসুন্ধরা পার্ক।

West Bardhaman News: বাড়ির ছোট সদস্যের মন খারাপ? একবেলায় টুক করে ঘুরে আসুন এই জায়গা থেকে

বাড়ির ছোট সদস্যের মন খারাপ থাকলে, চলে আসুন এখানে। আশপাশে চিড়িয়াখানা না থাকলেও, এই জায়গায় এলে দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটবে।
বাড়ির ছোট সদস্যের মন খারাপ থাকলে, চলে আসুন এখানে। আশপাশে চিড়িয়াখানা না থাকলেও, এই জায়গায় এলে দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটবে।
একদিন বিকেলের অবসরে চলে আসুন দুর্গাপুরের বসুন্ধরা পার্কে। দুর্গাপুরের ইসকন মন্দির যাওয়ার আগে দেখতে পাবেন বসুন্ধরা পার্কের গেট। যেখানে প্রবেশপথে দুটি ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে।
একদিন বিকেলের অবসরে চলে আসুন দুর্গাপুরের বসুন্ধরা পার্কে। দুর্গাপুরের ইসকন মন্দির যাওয়ার আগে দেখতে পাবেন বসুন্ধরা পার্কের গেট। যেখানে প্রবেশপথে দুটি ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে।
বসুন্ধরা পার্কের ভেতরে রয়েছে স্কাল্পচার পার্ক। যা ছোট সদস্যদের জন্য বিনোদনের এক নতুন ঠিকানা হয়ে উঠবে। কারণ এখানে গেলে আপনি দেখা পাবেন রয়েল বেঙ্গল টাইগার, নীলতিমি থেকে শুরু করে জিরাফ সহ বিভিন্ন জীবজন্তুর।
বসুন্ধরা পার্কের ভেতরে রয়েছে স্কাল্পচার পার্ক। যা ছোট সদস্যদের জন্য বিনোদনের এক নতুন ঠিকানা হয়ে উঠবে। কারণ এখানে গেলে আপনি দেখা পাবেন রয়‍‍্যাল বেঙ্গল টাইগার, নীল তিমি থেকে শুরু করে জিরাফ -সহ বিভিন্ন জীবজন্তুর।
সম্প্রতি, বসুন্ধরা পার্কের এই স্কাল্পচার পার্ক নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। যে সমস্ত জীবজন্তুর স্ট্যাচুগুলি রয়েছে, সেগুলিকে আবার নতুনভাবে রংয়ের প্রলেপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
সম্প্রতি, বসুন্ধরা পার্কের এই স্কাল্পচার পার্ক নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। যে সমস্ত জীবজন্তুর স্ট্যাচুগুলি রয়েছে, সেগুলিকে আবার নতুনভাবে রংয়ের প্রলেপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
একটা দিন এখানে ঘুরতে গেলে মন্দ লাগবে না। যদিও বিশাল এলাকা জুড়ে তৈরি এই বসুন্ধরা পার্ক আরও সাজিয়ে তোলার অবকাশ রয়েছে। স্থানীয়রা চাইছেন, পুরো পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হোক। তাহলে এটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
একটা দিন এখানে ঘুরতে গেলে মন্দ লাগবে না। যদিও বিশাল এলাকা জুড়ে তৈরি এই বসুন্ধরা পার্ক আরও সাজিয়ে তোলার অবকাশ রয়েছে। স্থানীয়রা চাইছেন, পুরো পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হোক। তাহলে এটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।