দার্জিলিং

Darjeeling Tourism: ভোট থোড়াই কেয়ার! তীব্র গরম থেকে বাঁচতে বাঙালি এখন পাহাড়মুখী! দার্জিলিং-এর ৯০ শতাংশ হোটেল বুকড

দার্জিলিং: গরম থেকে বাঁচতে দার্জিলিং ছুটছেন সকলে। ভোট উপেক্ষা করেই ভিড় করেছেন তাঁরা। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই দক্ষিণবঙ্গে।সমতলে তাপমাত্রা চড়তেই পাহাড়ে ভিড় বাড়াচ্ছেন পর্যটকরা। পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, দার্জিলিং, কালিম্পং-সহ সিকিমের বিভিন্ন এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে। গরমে হাসফাঁস অবস্থা সকলের। এই পরিস্থিতিতে অনেকেই একটু শীতলতার খোঁজে পাড়ি জমিয়েছেন দার্জিলিং। অনেকদিন পর এমন পর্যটকের ঢল দেখল দার্জিলিং।

এই গরমে পর্যটকদের কাছে মূল আকর্ষণ দার্জিলিং। তবে শৈলশহর ছুঁয়ে অনেকেই চলে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন রুটে। পাহাড়ের বিভিন্ন গ্রামে হোম স্টে এবং ক্যাম্পিংয়েও বেড়েছে পর্যটকদের ভিড়। পাহাড়ের পর্যটন সংস্থাগুলির বক্তব্য, দার্জিলিংয়ে এখন ৯০ শতাংশ হোটেল ভর্তি। এমনকী দার্জিলিংয়ের আশপাশের এলাকাগুলিও ভরে গিয়েছে। হোমস্টে পর্যন্ত খালি পাওয়া যাচ্ছে না।গরমের দাবদাহ বাড়তে শুরু করেছে সমতলে। তবে পাহাড়ে এখনও সুপার কুল।গরমে শীতের আমেজ রয়েছে বেশ ভালই উপভোগ করছেন পর্যটকরা।

আরও পড়ুনSpecial Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

মুম্বই থেকে আগত এক পর্যটক দীপক ঘিমীরে বলেন, ” আমাদের শহরে যা গরম সেই তুলনায় দার্জিলিং অনেকটাই ঠান্ডা। এই প্রথমবার দার্জিলিঙে এলাম। পরিবারের সঙ্গে দারুণ উপভোগ করছি। আজ টয় ট্রেনে বাচ্চারাও দারুণ মজা নিল। কলকাতা থেকে আগত এক পর্যটক, জয়গোবিন্দ রায় বলেন, ‘ কলকাতায় যা গরম। তাই পাহাড়ে একটু শান্তির খোঁজে আশা। এখানে আবহাওয়া অত্যন্ত মনোরম। সকলে মিলে দারুন ভাবে উপভোগ করছি। আরোও চার দিন আসে পাশে ঘুরে তারপর বাড়ি ফিরে যাব।

অনির্বাণ রায়