নরেন্দ্র নারায়ন পার্কের টয় ট্রেন

Toy train Ride: দার্জিলিং না গিয়েই চড়তে পারবেন টয় ট্রেনে! পাহাড়ের মজা কোথায় পাবেন, জানলেই দারুণ মজা

কোচবিহার: কোচবিহারের রাজ আমলের একটি অন্যতম ঐতিহ্যবাহী পার্ক হলো এই নরেন্দ্র নারায়ণ পার্ক। দীর্ঘ সময়ের এই পার্কে জেলার বহু পর্যটকরা ভিড় জমান দিনের বিভিন্ন সময়। মূলত পর্যটকদের আকর্ষণ করতে এই পার্ককে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমান সময়ে এই পার্কে আবারও একটি পরিষেবা শুরু হল। পুজোর সময় পর্যটকদের ভিড় আরও অনেকটাই বেড়ে ওঠে এই পার্কের মধ্যে। তাই তো পর্যটকদের বিনোদনের জন্য পার্কে পুনরায় টয় ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এই টয় ট্রেন পরিষেবা।

পার্কে ঘুরতে আসা এক পর্যটক জয়দেব সরকার জানান, জেলার একমাত্র এই পার্কের মধ্যেই টয় ট্রেন পরিষেবা রয়েছে। একটা সময় খোলটা ইকো-পার্কেও টয় ট্রেন ছিল। তবে সেই টয় ট্রেন নষ্ট হয়ে পড়ে রয়েছে দীর্ঘ সময় ধরে। তাই তো জেলার বুকে টয় ট্রেনের মজা উপভোগ করতে বাচ্চারা থেকে বড়রা এই পার্কে এসে থাকেন। বিশেষত বাচ্চাদের এই টয় ট্রেন চড়তে ভাল লাগে। জন প্রতি মাত্র কুড়ি টাকা মূল্যে এই টয় ট্রেন পরিষেবা সত্যিই অনেকটাই আনন্দ দেয় পার্কের পর্যটকদের।

পার্কের আরও দুই পর্যটক কানু চৌধুরী এবং সঙ্গীতা দাস জানান, জেলার দীর্ঘ সময়ের পুরনো এই পার্ক আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জেলা শহরের একেবারেই মাঝামাঝি অবস্থিত এই পার্কে ট্রয় ট্রেন পরিষেবা থাকার ফলে বাচ্চাদের অনেকটাই বিনোদন হয়। তাই অদূর ভবিষ্যতেও এই পরিষেবা চালিয়ে যাওয়া উচিত পার্ক কর্তৃপক্ষের। কোচবিহার জেলার উদ্যান এবং কানন রেঞ্জের রেঞ্জ অফিসার অভিজিৎ নাগ জানান, বেশ কিছুটা সময় ধরে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। কিছু যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়। তবে পুজোর মুখে পর্যটকদের বিনোদন বাড়িয়ে তুলতে আবারও এই পরিষেবা শুরু করা হল।

জেলায় ঘুরতে আসা দূর-দূরান্তের পর্যটকেরাও বর্তমান সময়ে এই পার্কের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিনোদন মাধ্যম অনেকটাই নজর আকর্ষণ করছে পর্যটকদের। জেলার এই পার্ক বর্তমান সময়ে  বাইরেও বহুল চর্চিত। পুজোর মুখে এই পার্কের বিনোদন বাড়িয়ে তুলতে টয়ট্রেন পরিষেবাকে পুনরায় শুরু করা। এই পার্ক কর্তৃপক্ষের একটি ভালো উদ্যোগ হিসেবে দেখছেন পর্যটকেরা।

সার্থক পণ্ডিত