ঝুলন মেলা পুরুলিয়া

Jhulanmela 2024: পুরুলিয়ায় শুরু হল ঝুলনমেলা, জানুন চলবে কত দিন এবং মেলা চলার সময়

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : ঐতিহ্যপূর্ণ জেলা পুরুলিয়া। এই জেলার সবকিছুর মধ্যেই রয়েছে বৈচিত্র। ঐতিহ্যপূর্ণ এই জেলার অন্যতম বলরামপুরের ঝুলন মেলা। বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে বলরামপুরে। এই মেলা বলরামপুরের অন্যতম ঐতিহ্যপূর্ণ একটি মেলা। বহু দূরদূরান্ত থেকে এই মেলায় অনেকেই আসেন। ‌ প্রতিবছরের মত এ-বছরও বলরামপুরের কালীতলা ঝুলন মেলা কমিটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

১৫ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত টানা ১৫ দিন এই মেলা চলবে। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম , মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল-সহ বহু বিশিষ্টজন।

আরও পড়ুন : রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি! ৫ টা বা ৭ টা লবঙ্গ দিয়ে এই কাজ করলেই বাস্তুদোষ কেটে হবে অর্থবৃষ্টি

এ বিষয়ে মেলা কমিটির প্রেসিডেন্ট বলেন , এই ঝুলন শুধুমাত্র পুরুলিয়া জেলা নয় আশেপাশের জেলা থেকেও অনেকে দেখতে আসেন। এই ঝুলন মেলায় একাধিক বিষয় আয়োজন করা হয়েছে সবার জন্য। ‌এখানে এলে খুবই ভাল লাগবে। ‌প্রতিদিন সন্ধ্যে ৭-টা থেকে রাত ১১-টা পর্যন্ত এই মেলা চলবে। ‌

সারাটা বছর বলরামপুরের এই ঝুলন মেলার অপেক্ষায় থাকেন এলাকার মানুষ। এই মেলাকে কেন্দ্র করে চলে জাগরণ, নাম সংকীর্তন-সহ একাধিক আচার অনুষ্ঠান। ঐতিহ্যপূর্ণ এই ঝুলন মেলাকে ঘিরে মানুষের আবেগ উৎসাহ থাকে চোখে পড়ার মত। অগণিত মানুষের ভিড় জমে এই মেলায় ‌।