পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়

Awareness: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়!

দিঘা: দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ স্কুলে স্কুলে। পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলায়! ছাত্র জীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ, পথ সুরক্ষায় অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের। প্রতিদিন রাস্তায় বেরিয়ে কিভাবে চলাফেলা করা উচিত? কীভাবে চলাফেরা করলে দুর্ঘটনা এড়ানো যায়? ছোট থেকেই ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার বিভিন্ন কৌশল শেখানোর উদ্যোগ জেলায়। স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ পড়াচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পাঠ্যসূচীর পাশাপাশি স্কুলেই হচ্ছে পথ সুরক্ষার ক্লাস!

পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জাতীয় সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক রয়েছে। জেলায় দিঘা, মন্দারমনি, শংকরপুর ও তাজপুরের মত জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি কোলাঘাট ও হলদিয়া শিল্পাঞ্চল শহর রয়েছে। এমনকি এই জেলায় বর্তমান সময়ে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়। ফলে জেলার বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়ক ও গ্রামীণ সড়ক গুলিতে পণ্যবাহী গাড়ির পাশাপাশি অন্যান্য যানবাহনের সংখ্যা বেশি। প্রতিনিয়ত জেলায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ যাচ্ছে ছাত্র-ছাত্রীদের। উদ্বিগ্ন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলার পথদুর্ঘটনা নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী!

আরও পড়ুন Sweets: সবজি নাকি মিষ্টি? রসে টসটসে, মুখে দিলেই তৃপ্তি! অমৃত সমান এই মিষ্টি কী বলুন তো, কীভাবে এল বাংলার মাটিতে? জানুন লম্বা ইতিহাস

পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। সেফড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি হিসাবে জেলা জুড়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ শেখানো হচ্ছে। পুলিশ আধিকারিকেরা জেলা জুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার বিষয়ে অবগত করছেন। স্কুলে স্কুলে প্রথম নিরাপত্তার পাঠ শেখানোর মূল উদ্দেশ্য একদিকে ছাত্র ছাত্রীদের কম বয়স থেকেই পথ সুরক্ষার বিষয়ে সচেতন করা। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল করা।

পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি, তমলুক হলদিয়া, এগরার পাশাপাশি দিঘার বিভিন্ন স্কুলে কত নিরাপত্তার বিষয়ে ক্লাস করান পুলিশ আধিকারিকেরা। এ বিষয়ে পুলিশের ট্রাফিক অফিসারেরা জানান, ‘পথ নিরাপত্তায় সেভ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পথ সুরক্ষার পাঠ দেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলা জুড়ে দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল স্কুলে স্কুলে পথ সুরক্ষার ক্লাস।

সৈকত শী