Murshidabad News: অবশেষে ট্রেন যাত্রীদের স্বস্তি! কান্দিতে চালু হল টিকিট কাউন্টার

Indian Railway: অবশেষে ট্রেন যাত্রীদের স্বস্তি! কান্দিতে চালু হল টিকিট কাউন্টার

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দির বাসট্যান্ডে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ট্রেনের টিকিট কাউন্টার। গত ফেব্রুয়ারি মাসে হঠাৎই  BSNL সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে টিকিট কাউন্টার বন্ধ ছিল। আর সেই খবর সম্প্রচার হতেই চালু হল ট্রেনের টিকিট পরিষেবা। আর টিকিট কাউন্টার চালু হতে খুশি যাত্রীরা।

কান্দি মহকুমায় কোনও রেল লাইনের যোগাযোগ নেই। তাই দরকারে ট্রেনে করে কোথাও গন্তব্য যেতে হলে সালার বা বহরমপুর এমনকি সাঁইথিয়া গিয়ে ট্রেন ধরতে হয়। কান্দি বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে ব্যাপক সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। এমনকি কান্দি মহকুমার বহু মানুষ পরিযায়ী শ্রমিক।

আরও পড়ুন: জুলাই মাসেই লটারি জিততে পারেন! রাহুর নক্ষত্র পরিবর্তনে সাফল‍্যের সেরা সময় আসছে ২ রাশির! হবে টাকার বৃষ্টি

ভিন রাজ্যে কাজে গেলেও রেলের টিকিট কাটতে পারছিলেন না কাউন্টার থেকে। পুজোর মরশুমে টিকিট কাটতেও সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। তবে সেই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। এবং সেই টিকিট কাউন্টার থেকে এবার টিকিট পাবেন যাত্রীরা। তবে পুজোর মরশুমে রেল যাত্রীদের এবার সুবিধা মিলবে অতি সহজেই এই টিকিট কাউন্টার থেকেই।

দ্বিতীয় ইউপিএ সরকারের অধীনে তৎকালীন সময়ে রেল দফতরের প্রতিমন্ত্রী ছিলেন অধীর চৌধুরী। তখন এই রেলের কাউন্টার উদ্বোধন করা হয়। কান্দি মহকুমার বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই টিকিট কাউন্টারটি চালু করা হয়েছিল। তারপর থেকেই নিয়ম মেনেই এই রেলের টিকিট কাউন্টারটি চালু করেছিলেন।

আরও পড়ুন: বর্ষা এলেও অধরা বৃষ্টি! ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামবে কবে? দক্ষিণবঙ্গবাসীর প্রতীক্ষার অবসান হবে এইদিন, জানিয়ে দিল হাওয়া অফিস

এই কাউন্টার থেকেই প্রায় ৫০ লক্ষ টাকার অধিক টিকিট বিক্রি হয় প্রতিবছর। কিন্তু ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ ছিল টিকিট কাউন্টার BSNL-এর তার কেটে যাওয়ার কারণে। বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। অবশেষে টিকিট কাউন্টার চালু হতেই খুশি যাত্রীরা ।

কৌশিক অধিকারী