বহরমপুরে আর চলবে না টোটো

১৫ অগাস্ট শেষ দিন! টোটো আর চলবে না ‘এই’ এলাকায়! বড়সড় সিদ্ধান্ত প্রশাসনের

মুর্শিদাবাদ: বহরমপুর-সহ অন্যান্য জায়গায় টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অনেকেই। এবার টোটোর ওপর রাশ টানতে উদ্যোগী হল পরিবহণ দফতর। এবার নিদিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হল টোটো বন্ধের জন্য।
মুর্শিদাবাদ: বহরমপুর-সহ অন্যান্য জায়গায় টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অনেকেই। এবার টোটোর ওপর রাশ টানতে উদ্যোগী হল পরিবহণ দফতর। এবার নিদিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হল টোটো বন্ধের জন্য।
আগামী ১৫ অগাস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে চলবে ই-রিক্সা। তবে ই-রিক্সা চালাতে গেলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। আগামী ১৫ অগাস্ট পর্যন্তই মুর্শিদাবাদ জেলাতে চলবে এই টোটো গাড়ি।
আগামী ১৫ অগাস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে চলবে ই-রিক্সা। তবে ই-রিক্সা চালাতে গেলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। আগামী ১৫ অগাস্ট পর্যন্তই মুর্শিদাবাদ জেলাতে চলবে এই টোটো গাড়ি।
এর আগেও বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকাতে টোটো বন্ধের জন্য প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে তারা আন্দোলনে নামায় প্রশাসন কিছুদিন সময় নেয়। তার পর ফের এবছর এই টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
এর আগেও বহরমপুর শহর ও শহর লাগোয়া এলাকাতে টোটো বন্ধের জন্য প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে তারা আন্দোলনে নামায় প্রশাসন কিছুদিন সময় নেয়। তার পর ফের এবছর এই টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে বেপরোয়া টোটোর দৌরাত্ম্যের ফলে পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন। প্রায় দিনই জেলার বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় টোটোর কোনও রকম রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হত পুলিশ প্রশাসনকে। অনেক সময় দুষ্কৃতীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্ম চালায় বলে অভিযোগ।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে বেপরোয়া টোটোর দৌরাত্ম্যের ফলে পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন। প্রায় দিনই জেলার বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় টোটোর কোনও রকম রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হত পুলিশ প্রশাসনকে। অনেক সময় দুষ্কৃতীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্ম চালায় বলে অভিযোগ।
পরবর্তীতে পুলিশ তদন্ত নেমে বেকায়দায় পড়ে। তবে মনে করা হচ্ছে এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান থেকে বা মুক্তি মিলবে। প্রত্যেকটি ই-রিক্সাতে থাকবে পৃথক রেজিস্ট্রেশন নম্বর। যে সমস্ত গাড়িতে নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকাতে।
পরবর্তীতে পুলিশ তদন্ত নেমে বেকায়দায় পড়ে। তবে মনে করা হচ্ছে এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান থেকে বা মুক্তি মিলবে। প্রত্যেকটি ই-রিক্সাতে থাকবে পৃথক রেজিস্ট্রেশন নম্বর। যে সমস্ত গাড়িতে নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকাতে।
পরিবহণ দফতরের আরটিও শিবাশিস সরকার জানান, ইতিমধ্যেই টোটোর দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০০ টির বেশি ই-রিক্সা ইতিমধ্যেই তারা বৈধ নম্বর পেয়েছে। আরও অনেক ই-রিক্সা আবেদন করেছে। তারাও বৈধ নম্বর পাবে।
পরিবহণ দফতরের আরটিও শিবাশিস সরকার জানান, ইতিমধ্যেই টোটোর দৌরাত্ম্য কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০০ টির বেশি ই-রিক্সা ইতিমধ্যেই তারা বৈধ নম্বর পেয়েছে। আরও অনেক ই-রিক্সা আবেদন করেছে। তারাও বৈধ নম্বর পাবে।
টোটো চালকদের দাবি, কীভাবে আবার তাঁরা টাকা খরচ করে ই-রিক্সা কিনবেন! বা বৈধ নম্বর নেবেন! কারণ, আগেই তাঁরা ঋণ নিয়ে টোটো কিনেছেন। প্রশাসনের এই সিদ্ধান্তে তাঁদের মাথায় হাত।
টোটো চালকদের দাবি, কীভাবে আবার তাঁরা টাকা খরচ করে ই-রিক্সা কিনবেন! বা বৈধ নম্বর নেবেন! কারণ, আগেই তাঁরা ঋণ নিয়ে টোটো কিনেছেন। প্রশাসনের এই সিদ্ধান্তে তাঁদের মাথায় হাত।
১৫ই অগাষ্টের পর বিভিন্ন জায়গায় বেআইনি টোটোর অভিযান চালানো হবে বলেই জানানো হয়েছে জেলা পরিবহণ দফতরের পক্ষ থেকে।-কৌশিক অধিকারী
১৫ই অগাষ্টের পর বিভিন্ন জায়গায় বেআইনি টোটোর অভিযান চালানো হবে বলেই জানানো হয়েছে জেলা পরিবহণ দফতরের পক্ষ থেকে।
-কৌশিক অধিকারী