পুজোর ছুটিতে ঘুরতে আসছেন বীরভূম! একেবারে কম খরচে থাকার সেরা জায়গার খোঁজ পেয়ে যান এখানে

Travel: পুজোর ছুটিতে ঘুরতে আসছেন বীরভূম! একেবারে কম খরচে থাকার সেরা জায়গার খোঁজ পেয়ে যান এখানে

বীরভূম: আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় মূলত ভ্রমণ পিপাসু বাঙালি কয়েক দিনের ছুটি পেয়ে ঘুরতে আসেন বিভিন্ন জায়গায়।সেই মতোই বীরভূমের তারাপীঠের পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসেন বহু পর্যটকেরা।

তবে অনেকের হয়ত জানা নেই এই বোলপুর আর বীরভূমের তারাপীঠে এলে ঠিক কোন কোন জায়গায় ঘুরে দেখার সুযোগ রয়েছে এবং থাকার জায়গা রয়েছে খুব অল্প খরচের মধ্যে জেনে নিন।

আপনি যদি পুজোর ছুটিতে হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট স্টেশনে এসে সেখান থেকে তারাপীঠ আসেন তাহলে সেখানে থাকার খরচপড়বে আপনার দুজনের জন্য খুব কম মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা নন এসি রুম। আপনি যদিও এর থেকেও কম খরচে থাকতে চান তাহলে তারাপীঠ অথবা মুন্ডমালিনীতলা এলাকায় ভারত সেবা সংঘের মধ্যে থাকতে পারেন।

আরও পড়ুন: বাজ পড়ার সময় ফোন চার্জে? পুড়ে যাবে না তো? বৃষ্টি হোক বা বজ্র, বর্ষায় ফোন ভাল রাখতে কখনও করবেন না এইসব ভুল

সেখানে থাকলে খরচপড়বে আরও কম। আর যদি মনে করেন কোনও ভাল হোটেলে থাকবেন তাহলে তারাপীঠের মধ্যে একাধিক হোটেল রয়েছে। সেই হোটেলের ভাড়া দুজনে থাকার মত ৭০০ থেকে ৮০০ এবং এসি রুম দুজনে থাকার মত ১০০০ থেকে ১২০০ মধ্যে পেয়ে যাবেন।

তবে আপনি যদি তারাপীঠ না এসে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে থাকেন তাহলে সেখানে কিন্তু একটু মোটা অংকের টাকা খরচ করতে হবে আপনাকে হোটেলে থাকার জন্য। সেখানেদুজনে থাকার মত নন এসির ভাড়া ৯০০- ১০০০ এবং এসি ভাড়া তার থেকে দু-তিনশ টাকা বেশি।

তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে বোলপুর এত টাকা হোটেল ভাড়া কেন! মূলত বোলপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টানে বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন আর সেই কারণে এখানে হোটেল ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি।

আরও পড়ুন: চার পা, ব‍্যাগের মধ‍্যে নড়ে উঠছে ওগুলো কী? গভীর রাতের যা উদ্ধার হল…ঘটনা জানলে চোখ ছানাবড়া হবে

তাই আপনি চাইলে বীরভূমের তারাপীঠ এসে সেখান থেকে তারাপীঠ মায়ের মন্দির দর্শন করার পর মাথাপিছু মাত্র কুড়ি টাকা খরচ করে রামপুরহাট স্টেশন পৌঁছে সেখান থেকে লোকাল অথবা এক্সপ্রেস যেকোনও ট্রেনে করে মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বোলপুর সেখানে গিয়ে বোলপুরে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসার পর আবার ট্রেনে করে রামপুরহাট ফিরে সেখান থেকে পৌঁছে যান তারাপীঠ তাহলে খরচপড়বে অনেক কম।

এবার প্রশ্ন, বীরভূম এসে দেখার কী কী রয়েছে! বীরভূমের মধ্যে রয়েছে ৫১ টি সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ। এছাড়া রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠ থেকে কিছু দূরে রয়েছে বীরচন্দ্রপুর ইসকন মন্দির,রয়েছে ঘোষ গ্রাম লক্ষী বাড়ি।এছাড়াও বীরভূমের মধ্যে রয়েছে একাধিক রাজবাড়ি থেকে জমিদার বাড়ি।যেগুলি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।আর তাছাড়াও বীরভূমের মূল আকর্ষণ বোলপুর শান্তিনিকেতন।

আরও পড়ুন: শনিবারও চলল গুলি! বিদেশ সফর বাতিল হাসিনার, বাংলাদেশের এখন কী পরিস্থিতি?

কবিগুরুর স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখার পাশাপাশি আপনি সেখান থেকে পৌঁছে যেতে পারবেন কোপাই নদীর ধারে আর সোনাঝুরির হাটে। এক কথায় নিজের কর্মব্যস্তময় জীবন থেকে তিন থেকে চার দিনের ছুটি নিয়ে বীরভূম আসলেই আপনি মন শান্তি করে বাড়ি ফিরতে পারবেন।

সৌভিক রায়