Which animal doesnt drink water?

Trending General Knowledge: বলুন তো কোন প্রাণী গোটা জীবনে এক ফোঁটা পর্যন্ত জল মুখে তোলে না? নামটা শুনলে চমকে যাবেন

বেঁচে থাকার জন্য জল অত্যাবশ্যক। জল ছাড়া জীবনধারণ অসম্বব! প্রাণী-বিশেষে কেউ কম জল খায়, কেউ বা বেশি। কিন্তু গোটা জীবনে একফোঁটাও জল খায় না, এমন কোন-ও প্রাণী কি আছে? উত্তর হল, হ্যাঁ আছে। প্রাণী জগতে এমন এক প্রাণী রয়েছে, যে কখনও জল খায় না। বলুন তো কোন প্রাণী?
বেঁচে থাকার জন্য জল অত্যাবশ্যক। জল ছাড়া জীবনধারণ অসম্বব! প্রাণী-বিশেষে কেউ কম জল খায়, কেউ বা বেশি। কিন্তু গোটা জীবনে একফোঁটাও জল খায় না, এমন কোন-ও প্রাণী কি আছে? উত্তর হল, হ্যাঁ আছে। প্রাণী জগতে এমন এক প্রাণী রয়েছে, যে কখনও জল খায় না। বলুন তো কোন প্রাণী?
বৈজ্ঞানিকদের মতে, ক্যাঙ্গারু র‍্যাট হল এমন এক প্রাণী, যে কখনও জল খায় না।
বৈজ্ঞানিকদের মতে, ক্যাঙ্গারু র‍্যাট হল এমন এক প্রাণী, যে কখনও জল খায় না।
ক্যাঙ্গারু র‍্যাট মরুভূমিতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, পরিপাকতন্ত্র সঠিকভাবে চালানোর জন্য তাদের জলের প্রয়োজন হয় না।
ক্যাঙ্গারু র‍্যাট মরুভূমিতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, পরিপাকতন্ত্র সঠিকভাবে চালানোর জন্য তাদের জলের প্রয়োজন হয় না।
যেহুতু শরীরে কোনও জল নেই, ক্যাঙ্গারু র‍্যাট ঘামে না। এই প্রাণী খুব জোরে দৌড়তে পারে। এক সেকেন্ডে প্রায় ৬ মিটার দৌড়তে পারে ক্যাঙ্গারু র‍্যাট।
লম্বা পায়ের জন্যই এই প্রজাতির ইঁদুরকে ক্যাঙ্গারু র‍্যাট বলা হয়। লম্বায় এই প্রাণীটি ৩৮ সেন্টিমিটারের হয়, এর মধ্যে লেজ-ই হয় ২০ সেন্টিমিটারের।
লম্বা পায়ের জন্যই এই প্রজাতির ইঁদুরকে ক্যাঙ্গারু র‍্যাট বলা হয়। লম্বায় এই প্রাণীটি ৩৮ সেন্টিমিটারের হয়, এর মধ্যে লেজ-ই হয় ২০ সেন্টিমিটারের।