Which animal lays eggs and gives milk too

Trending GK: বলুন তো কোন প্রাণী ডিম-ও পাড়ে, দুধ-ও দেয়? উত্তর দিতে ডাহা ‘ফেল’ ৯৫ শতাংশই

প্রাণী জগতের পরতে পরতে বৈচিত্র্য। কত হাজার-কোটি প্রাণী, কত চমক, কত বৈশিষ্ট্য! কোনওপ্রাণী শুধুই জল খায়, কোনও প্রাণী আবার গোটা জীবদ্দশায় একফোঁটাও জল খায় না। কোনও প্রাণী শুধুই ঘুমায়, কোনও প্রাণী আবার ঘুমায় না। এমন প্রাণীও আছে যে ডিম ও দুধ দুটোই দেয়, কোন প্রাণী বলুন তো?
প্রাণী জগতের পরতে পরতে বৈচিত্র্য। কত হাজার-কোটি প্রাণী, কত চমক, কত বৈশিষ্ট্য! কোনওপ্রাণী শুধুই জল খায়, কোনও প্রাণী আবার গোটা জীবদ্দশায় একফোঁটাও জল খায় না। কোনও প্রাণী শুধুই ঘুমায়, কোনও প্রাণী আবার ঘুমায় না। এমন প্রাণীও আছে যে ডিম ও দুধ দুটোই দেয়, কোন প্রাণী বলুন তো?
কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়? উত্তর হল প্লাটিপাস ও ইচিডনা।
কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়? উত্তর হল প্লাটিপাস ও ইচিডনা।
প্লাটিপাস ও ইচিডনা উভয়ই স্তন্যপায়ী, কিন্তু সন্তান উৎপাদনের জন্য ডিম পাড়ে।
প্লাটিপাস ও ইচিডনা উভয়ই স্তন্যপায়ী, কিন্তু সন্তান উৎপাদনের জন্য ডিম পাড়ে।
প্লাটিপাসরা থাকে অস্ট্রেলিয়ায়। হাঁসের মতো দেখতে আর জলে থাকলেও প্লাটিপাসরা কিন্তু মোটেই পাখি বা মাছ নয়। তারা স্তন্যপায়ী। সন্তান প্রসব করে এবং সন্তানদের দুধ খাওয়ায়।
প্লাটিপাসরা থাকে অস্ট্রেলিয়ায়। হাঁসের মতো দেখতে আর জলে থাকলেও প্লাটিপাসরা কিন্তু মোটেই পাখি বা মাছ নয়। তারা স্তন্যপায়ী। সন্তান প্রসব করে এবং সন্তানদের দুধ খাওয়ায়।
 প্ল্যাটিপাসদের স্তন্যপায়ীদের মতো দাঁত নেই, চঞ্চুই সব। সেই চঞ্চু দিয়ে জলের একদম তলা থেকে চামচের মতো শামুক, গুগলি, জেলিফিশ, লার্ভা, কৃমি তুলে নিয়ে আসে। সেগুলোর সঙ্গে তুলে আনে নুড়ি আর মাটিও। তারপর সেগুলো ইচ্ছেমতো চিবিয়ে চিবিয়ে খায়।
প্ল্যাটিপাসদের স্তন্যপায়ীদের মতো দাঁত নেই, চঞ্চুই সব। সেই চঞ্চু দিয়ে জলের একদম তলা থেকে চামচের মতো শামুক, গুগলি, জেলিফিশ, লার্ভা, কৃমি তুলে নিয়ে আসে। সেগুলোর সঙ্গে তুলে আনে নুড়ি আর মাটিও। তারপর সেগুলো ইচ্ছেমতো চিবিয়ে চিবিয়ে খায়।
যেহেতু প্লাটিপাসের দাঁত নেই, এই নুড়িগুলোই দাঁত বানিয়ে প্লাটিপাস শক্ত শক্ত খোলস চিবিয়ে ভেতরের মাংসল অংশ খেয়ে ফেলে।
যেহেতু প্লাটিপাসের দাঁত নেই, এই নুড়িগুলোই দাঁত বানিয়ে প্লাটিপাস শক্ত শক্ত খোলস চিবিয়ে ভেতরের মাংসল অংশ খেয়ে ফেলে।