পাঞ্জাবি

Alipurduar News: স্বনির্ভর হচ্ছেন চা-বাগানের মহিলারা, পুজোর বাজারে এবার ট্রেন্ডিং হ‍্যান্ডপেইন্টিং পাঞ্জাবি! দাম কত জানেন? 

আলিপুরদুয়ার: শাড়ি ও পাঞ্জাবিতে আক্রেলিক পেইন্টিং করে স্বনির্ভর হচ্ছে চা বাগান লাগোয়া এলাকার মহিলা ও যুবতীরা। প্রশিক্ষণ না নিয়েই শুধুমাত্র সোশ্যাল সাইট দেখে এই আক্রেলিক পেইন্টিং-এর কাজ শিখেছেন তাঁরা৷

বর্তমানে আক্রেলিক পেইন্টিং করা শাড়ি, পাঞ্জাবি মেলা এবং এগজিবিশন গুলিতে বিক্রি করে অর্থ উপার্জন করছেন তারা। আলিপুরদুয়ার, কালচিনি মিলিয়ে এমন মহিলা ও যুবতীর সংখ্যা এখন ৫।খাদি পাঞ্জাবি ও শাড়িতে আক্রেলিক পেইন্টিং এর কাজ করছেন তাঁরা। দামও রেখেছেন সাধারণের সাধ্যের মধ্যে।

আরও পড়ুন: এবার চন্দ্রযান ৪, চাঁদের মাটি থেকে নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে, বরাদ্দ ২,১০৪ কোটি টাকা

৬০০-৭০০ টাকার মধ্যে মিলছে এই আধুনিক শাড়ি ও পাঞ্জাবি। এবার পুজোয় আক্রেলিকের কাজ করা পাঞ্জাবির চাহিদা যথেষ্ট রয়েছে বলে জানালেন এই কাজের সঙ্গে যুক্ত থাকা অনুরিমা চক্রবর্তী নামের এক যুবতী।

আরও পড়ুন: বানভাসি হুগলি জেলা! জলের তলায় একাধিক গ্রাম, ডিভিসির বিরুদ্ধে তোপ মন্ত্রীর

তিনি জানান, “আক্রেলিক পেইন্টিং মানেই ভারি কিছু এঁকে দেওয়া নয়। এখন অনেকেরই হালকা ধরনের কাজ অনেকের পছন্দ। বিশেষ করে পাঞ্জাবির একপাশে এই কাজ খুব চলছে।’’

অনুরিমার মত অভিলাষা, জোনাকিরা এই কাজের সঙ্গে যুক্ত। শুধু শাড়ি,পাঞ্জাবি নয় ছাতাতেও তারা কাজ করছেন আক্রেলিক পেইন্টিং এর।অন্যরকম জিনিস দেখে তাঁদের স্টলে ভিড় জমান ক্রেতারা।
Annanya Dey