নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াতে দুশ্চিন্তায় 

Nadia News: বাড়ছে ভাগীরথীর জল! শান্তিপুরে পানীয় জল প্রকল্প ও স্কুল নিয়ে আশঙ্কায় এলাকাবাসী

শান্তিপুর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে একদিকে যেমন লাগাতার কয়েকদিন ধরে চলছিল বৃষ্টিপাত, ঠিক তেমনই ভরা কোটাল আর ষাঁড়াষাঁড়ির বান সমস্যায় পড়ে সাধারণ মানুষ। মূলত পশ্চিমবঙ্গের হুগলি নদীতেই এই ঘটনা ঘটে থাকে বর্ষাকালে।

নদিয়ার শান্তিপুরের উপর দিয়ে প্রবাহিত ভাগীরথীতে এইরকমই জলস্ফীতি ঘটেছে হঠাৎ করেই। আর তার ফলেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন ভাগীরথী তীরবর্তী ১৬ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন। বিশেষ করে একটি প্রাথমিক বিদ্যালয় যা একেবারে ভাগীরথীর তীরে অবস্থিত। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জানাচ্ছেন, এর আগেও বেশ কয়েকবার জল বেড়ে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে ব্যাঘাত ঘটেছিল। তাদের নিয়ে আসতে হয়েছিল নৌকা করে।

তবে এবার হঠাৎ করে জল বৃদ্ধি হওয়ার কারণে যথেষ্ট দুশ্চিন্তা বেড়েছে। এলাকার মানুষজনও বেশিরভাগ ক্ষেত্রেই কৃষিকাজ কিংবা তাঁতের সঙ্গে যুক্ত। মৎস্যজীবীও আছেন। তারাও এই জল বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় রয়েছেন। গবার চর , স্টিমার ঘাট সহ বিভিন্ন এলাকার মানুষজনের কৃষি জমি চলে গেছে ভাগীরথী বক্ষে এমনকি কারও কারও ভিটে মাটি বসত বাড়িও।

আরও পড়ুনঃ Jhargram News: রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান! মোট ১৩ মেডেল নিয়ে নজির গড়ল ঝাড়গ্রাম

তবে এরই মাঝে সরকারি উদ্যোগে ভাগীরথী পাড় বাধাই এর কাজ হয়েছে বেশ কিছু অংশে। কিন্তু তা প্রয়োজনে তুলনায় যত সামান্য বলে মনে করছেন অনেকে। এই এলাকাতেই সমগ্র শান্তিপুরের জল পরিষেবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবস্থিত সেটাও প্রায় নদী বক্ষে ভাসছে, এই সব মিলিয়ে এলাকায় ভয়ার্ত পরিবেশ।

Mainak Debnath