পাঁচমিশালি Trending News: এবার পালা আপনার! বছরে একবার, মাসে দু’বার, সপ্তাহে তিনবার, দিনে ছ’বার কে আসে? রইল চ্যালেঞ্জ, সবার সামনেই Gallery May 11, 2024 Bangla Digital Desk সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিমাণে ট্রেন্ডিং ও ভাইরাল বিষয় নিয়ে নানান সময়েই কথা বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হ্যান্ডেলে কোনটি লেটেস্ট বা কোনটি ট্রেন্ডিং কোনও কোনটি রকমারী তাই নিয়ে নানান ধরনের প্রয়াস বা প্রচেষ্টা চলে ৷ প্রতীকী ছবি ৷ ইদানিং যেমন ভাবে লেটেস্ট রিল, ট্রেন্ড করানো হয়ে থাকে ঠিক তেমনই অনেক সাধারণ জ্ঞানের প্রশ্ন ভাসিয়ে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷ যার উত্তর দিতে রীতিমত চাপে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ অনেক ক্ষেত্রেই সেই উত্তর সহজেই দেওয়া সম্ভব হয় ৷ কখনও কখনও চাপে পড়তে হয় ৷ প্রতীকী ছবি ৷ উদাহরণ সরূপ বলা যেতে পারে যে কোন প্রাণী সারাজীবনে একটুও ঘুমায় না, এর উত্তর বলা পিঁপড়ে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷ বা ধাঁধা যখন রীতিমত ধাঁধিয়ে দেয়! যেমন কাঁচায় তুলতুলে পাকায় সিঁদুর যে না বলতে পারে সে একটি আস্ত ধেরে ইঁদুর, সঠিক উত্তর মাটি ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷ আবার যদি শিল্প সাহিত্যের দিকে যদি যাওয়া যায় সেক্ষেত্রে বলা যেতে পারে “My Experiment with Truth” এই বইয়ের লেখক কে? সঠিক উত্তর মহত্মা গান্ধি ৷ প্রতীকী ছবি ৷ কিছু সহজ ও কিছু কঠিন উত্তর যখন জেরবার করে দেয় ঠিক তখনই মজা পাওয়া যায় ৷ বর্তমানে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হল ৷ প্রতীকী ছবি ৷ এমন কী আছে যা বছরে একবার, মাসে দু’বার, সপ্তাহে তিনবার ও দিনে ছ’বার আসে, বলুন তো সেটি আসলে কী? প্রতীকী ছবি ৷ আসলে ‘F’ অক্ষর এটি বছরে একবার আসে, অর্থাৎ ১২ মাসে এক বছর তাই বছরে একবারই আসে (January, February, March, April, May, June, July, August, September, October, November, December) ৷ অর্থাৎ ফেব্রুয়ারি মাস ৷ প্রতীকী ছবি ৷ চার সপ্তাহে একমাস আমরা সকলেই জানি, মাসে আসে দু’বার আসে এটি (First Week, Second Week, Third Week, Fourth Week) ৷ প্রতীকী ছবি ৷ এক সপ্তাহ অর্থাৎ সাতদিন একসপ্তাহে তিনবার পাওয়া যায় ৷ (First Day, Second Day, Third Day, Fourth Day, Fifth Day, Sixth Day and Seventh Day). এই সাতদিন শুধুমাত্র First Day, Fourth Day ও Fifth Day -তে ‘F’ অক্ষর লক্ষ্য করা যায় ৷ প্রতীকী ছবি ৷ ২৪ ঘণ্টা অর্থাৎ ১ দিনে এই ২৪ ঘণ্টায় আসে ছ’বার (One, Two, Three, Four, Five, six, Seven, Eight, Nine, Ten….. Fourteen, Fifteen…….. Twenty Four)-এ ‘F’ অক্ষর লক্ষ্য করা যায় ৷ প্রতীকী ছবি ৷