বল ঘুরল হাওয়ায়! আইপিএলের সেরা ডেলিভারি এটাই! ইডেনে ‘বুম বুম’ বুমরাহ…

কলকাতা: এমনিতেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। বিরক্তিকর। দর্শকরা হা হুতাশ করছিলেন। ম্যাচ শুরুর আগেই বৃষ্টি। মাঠ ঢাকা পড়ল কভারে। সেই কভার কখন সরবে, ম্যাচ আদৌ হবে কি না, সেসব চিন্তা তো ছিলই। তবে এমন ম্যাচে দর্শকদের সেরা পাওনা, আইপিএলের সেরা ডেলিভারি দেখা।

জসপ্রিত বুমরাহ এদিন প্রথম ওভারে যেমন বোলিং করলেন, তা আগুনে বললেও হয়তো কম বলা হবে। সুনীন নারিনকে এমন ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরালেন, যেটা দেখলে আপনিও বলবেন, এটাই এবারের আইপিএলের সেরা ডেলিভারি।

আরও পড়ুন- সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে কী করেছেন গিল?

ধারাভাষ্যকাররা বলছিলেন, নারিন যে অ্যাঙ্গেল থেকে বলটাকে রিলিজ করেছিলেন, তাতে ওয়াইড হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে সেই ডেলিভারি সুনীল নারিনের অফ স্টাম্প নিয়ে চলে গেল! নারিনও ভেবেছিলেন হয়তো, বলটা অফ স্টাম্পের দূর দিয়ে যাবে।

আরও পড়ুন- বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, KKR ম্যাচে কোন অশনি সংকেত

কেকেআর এই ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। তবে এই ইডেন রোহিত শর্মার পয়া মাঠ। ইডেন তাঁকে কখনও খালি হাতে ফেরায় না। ম্যাচ এদিন হচ্ছে ১৬ ওভারের। কেকেআর-এর ব্যাটিং ভালই খেলেছে। ভেঙ্কটেশ আইয়ার ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নীতিশ রানা ২৩ বলে ৪৩। কেকেআর ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তুলল ১৫৭। বুমরাহ এদিন ২টি উইকেট পেলেন