সারা বাংলা থেকে অর্ডার এবার সরস্বতী পুজোয় ট্রেন্ডিং এই প্রতিমা

Saraswati Puja 2024: এবার সরস্বতী পুজোয় ট্রেন্ডিং এই প্রতিমা! কত দাম জানেন?

হাওড়া: এবার সরস্বতী পুজোয় ট্রেন্ডিং এই প্রতিমা! বিদ্যার আরাধ্য দেবী মা সরস্বতী। প্রতি বছর প্রায় সারা বাংলা জুড়ে বাগ্ দেবীর আরাধনা হয়। সেই দিক থেকে হাওড়া জেলায় ইতি মধ্যেই শুরু হয়েছে সরস্বতী পুজোর প্রস্তুতি। এবার বড় প্রতিমা ছেড়ে মানুষ ঝুঁকছে ছোট সৌখিন প্রতিমার দিকে। বলা যেতে পারে এই প্রতিমা দেখলে চোখ ফেরানো দায়। ৮ থেকে ১৫ ইঞ্চি উচ্চতার প্রতিমার চাহিদা সব থেকে বেশি। এই প্রতিমা মোটেও মনে হবেনা যে ছোট ঠাকুর। সাজ সজ্জা একবারে বড় প্রতিমার মত। গত দু-তিন বছরে দারুণ চাহিদাও বেড়েছে।

হাওড়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে অর্ডার আসছে। সৌখিন এই প্রতিমা মূলত যেমন ক্যারি করা খুব সহজ অন্যদিকে সুদর্শন তো বটেই। এ প্রসঙ্গে শিল্পী জয়ন্ত হাজরা জানান, বর্তমান সময়ে দারুণ চাহিদা রয়েছে ক্ষুদ্র প্রতিমার। সারা বছর লক্ষ্মী কালী দুর্গা জগদ্ধাত্রী পুজোয় ছোট প্রতিমা তৈরীর বরাত মেলে। তবে সরস্বতী পুজোতে সর্বাধিক। এবার ইতিমধ্যেই ৪০ টির কাছাকাছি বরাত। এই সৌখিন প্রতিমা যেমন দেখতে সুন্দর। তেমনি একটা বছর বাড়িতে রেখে পুজো করার রীতি রয়েছে বহু মানুষের।

আরও পড়ুন:অযত্নে বেড়ে ওঠা আগাছা হল অনবদ্য! অসাধারণ স্বাদের চাটনির রেসিপি রইল

দামও নাগালের মধ্যে ৫০০ টাকা থেকে শুরু করে ঠাকুর অনুযায়ী দাম রয়েছে। শিল্পী আরও জানান, আসানসোল শিলিগুড়ি থেকেও এবার সরস্বতী প্রতিমা তৈরির বরাত মিলেছে। ২০২০ সাল থেকে এই সৌখিন প্রতিমা তৈরি শুরু করেন হাওড়ার জয়ন্ত। কংক্রীটের মার্বেল টাইলস বসানো ফ্ল্যাটই তার আর্ট গ্যালারি বা শিল্পালয়। বর্তমানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সারাদিন সেই কাজ সামলে সন্ধা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন প্রতিমা গড়ার কাজ। তবে পার্ট টাইম এই প্রতিমা তৈরিতে দারুণ ভাবে আশা দেখাচ্ছে বলেই জানান শিল্পী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি