টোটোপাড়া

Health facility: অন্যতম ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবা বেহাল! কেমন আছে ডুয়ার্সের টোটোপাড়া?

জলপাইগুড়ি: ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা পরিষেবা! অন্যতম ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিষেবায় নেই কোনও ডাক্তার! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব চিত্র টোটোপাড়ায়।

ডুয়ার্সের অন্যতম উপজাতি টোটো। জলপাইগুড়ি জেলা লাগোয়া মাদারিহাট থানার অন্তর্গত টোটো পাড়া পৃথিবীর অন্যতম ক্ষুদ্র জনগোষ্ঠীর বাসভূমি। কিন্তু, এরা অসুস্থ হলেও দেখার জন্যে নেই একজনও চিকিৎসক। কোনও রকমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেন নার্স, ফার্মাসিস্ট। দাবি করা হয়েছে এলাকার পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তির আবেদনেও সাড়া দিচ্ছে না কেন্দ্র-রাজ্য।

আরও পড়ুন: রাত্তিরের সাথীর নির্দেশ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতিরই! সংশোধন করা হয়েছে, জানালেন সিব্বল

টোটোপাড়ায় সরকারি পরিসংখ্যান অনুযায়ী মাত্র ১৬৭০ জন টোটো উপজাতির মানুষ এই মুহূর্তে রয়েছেন পৃথিবীর বুকে। বলাই বাহুল্য, চিকিৎসার অভাবে টোটো উপজাতির মানুষ বেঁচেই না থাকলে, এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে এই উপজাতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক দিকে যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে সমাজ, সেই সময় স্বাস্থ্যের মতো জরুরী পরিষেবার দিক থেকে আজও পিছিয়ে রয়েছে জনগোষ্ঠি অধ্যুষিত ভুটান পাহাড়ের কোলে বসা টোটো পাড়া।

আরও পড়ুন: মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে পুলিশ, CBI-র অভিযোগ শুনে কী বললেন প্রধান বিচারপতি

সম্প্রতি আর. জি. কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে পা মেলাতে জলপাইগুড়ি শহরে এসেছিলেন টোটো জনগোষ্ঠীর নিজস্ব অক্ষর লিপি লিখে পদ্মশ্রী সম্মানে ভূষিত ধনীরাম টোটো। দক্ষিণবঙ্গে ঘটা আরজি কাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকেও শহরে এসে এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন তিনি। কিন্তু তাঁদের খেয়াল রাখে কে? নেই কোনও উত্তর।

টোটো পাড়ার স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে প্রশ্ন করতেই চোখে মুখে একরাশ হতাশা নিয়ে ধনীরাম টোটো বলেন, “স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসক আবাসন-সহ পরিকাঠামো রয়েছে সবই, শুধু নেই একজনও ডাক্তার। তাই অগত্যা নার্স এবং ফার্মাসিস্ট দিয়েই চলে আমাদের চিকিৎসা। রোগ বড় আকার ধারণ করলে দুর্গম পথ, পাহাড়ী-নদী পেরিয়ে রুগীকে নিয়ে ছুটতে হয়, বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বহু বার বিভিন্ন জায়গায় আবেদন জানানো সত্ত্বেও মেলেনি কোনও সদুত্তর”। তাই আজও টোটোপাড়ার স্বাস্থ্য পরিষেববায় ভরসা সেই নার্স এবং ফার্মাসিস্ট।