প্রতীকী ছবি

West Burdwan News: আদিবাসী যুবতীদের মধ্যে বাড়ছে অসময়ে গর্ভধারণ, বাড়ছে বিপদ! চিন্তা বাড়ছে অনেকের

কাঁকসা, পশ্চিম বর্ধমান: নারী শিক্ষার প্রসারের জন্য বিশেষভাবে নজর দিয়েছে প্রশাসন। আদিবাসী সমাজের উন্নতির জন্য প্রশাসন একাধিক প্রকল্প নিয়ে এসেছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু তার মধ্যেও একটি বিষয় চিন্তায় ফেলেছে প্রশাসনকে। চিন্তা বাড়ছে আদিবাসী সংগঠনগুলির। আদিবাসী সম্প্রদায়ের যুবতীদের মধ্যে অসময়ে বিয়ে এবং গর্ভধারণের প্রবণতা দেখা যাচ্ছে। যার ফলে বাড়ছে বিপদ।

দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের উচ্চপদস্থ আধিকারিক বলছেন, আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকাল প্রবেশ করার পরেই তাঁদের বিয়ে দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাঁরা গর্ভধারণ করছেন। মূলত সময়ের আগে গর্ভধারণ করে ফেলছেন তাঁরা। আর যার ফলে বাড়ছে বিপদ। অসময়ে গর্ভধারণের কারণে মা এবং শিশু দুজনেই বিপদের সম্মুখীন হচ্ছেন। ডেলিভারির সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে।এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে কখনও কখনও।

এই বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, যদি এখন থেকে তাদের সতর্ক করা না যায়, তাহলে এই ধরনের বিপদ আরও বাড়তে থাকবে। অসময়ে গর্ভধারণ এবং বিয়ে আটকানোর জন্য অভিভাবকদের সতর্ক হতে হবে। সতর্কতামূলক প্রচারের জন্য এগিয়ে আসতে হবে স্কুল, কলেজগুলিকেও। তাহলে অসময়ে গর্ভধারণের ফলে যেভাবে মা এবং শিশুর ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি আটকানো যাবে। প্রয়োজনে চিকিৎসকদের সঙ্গে আলোচনার কথাও বলছেন তিনি। কিন্তু কোনওভাবেই অসময়ে গর্ভধারণ করা যাবে না বলেই তাঁর পরামর্শ।

অন্য দিকে এই বিষয়ে আদিবাসী সংগঠনের রাজ্য স্তরের এক নেতা বলছেন, বিগত চার পাঁচ মাসে এই প্রবণতা আবার বাড়তে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই মৃত্যুর ঘটনা সামনে আসছে। মূলত অসচেতনতার কারণেই এমন ধরনের বিপদ বলে তাঁর মতামত। আগামী দিনে প্রচারের মধ্য দিয়ে অভিভাবকদের সচেতন করবেন। পাশাপাশি যুবতীরাও যাতে বিষয়টি বুঝতে পেরে সতর্ক হোন, তার জন্য সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছেন তাঁরা।

নয়ন ঘোষ