ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

Tripura News: ‘INDIA জোট শ্রীঘ্রই বিলুপ্ত হতে চলেছে…’ খোঁচা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা: ‘‘ইন্ডিয়া জোট শুধু জনসাধারণকে ধোঁকা দেওয়ার একটা চক্রান্ত, যা শীঘ্রই সারা দেশে বিলুপ্ত হতে চলেছে…৷’’ প্রচারে বেরিয়ে এভাবেই তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ‘‘সব বুথেই পদ্মফুল ফোটানোর সংকল্প নিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত করতে হবে। ইন্ডিয়া জোটের নামে সিপিএম এবং কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করছে। এটি খুব শীঘ্রই একটি নামমাত্র সংখ্যায় পরিণত হবে। দীর্ঘ বছরের শাসনে এরা শুধু রাজ্যকে অবনতির দিকে ঠেলে দিয়েছে।’’ আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সাব্রুমে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আরও পড়ুন– আপনি কোন ট্রেনে চাপেন – EMU নাকি MEMU? জেনে নিন ট্রেনের ফারাক

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই এলাকায় ১৯৯৩ সাল থেকে পাঁচ বছরের মধ্যে ১৩ জন নাকি খুন হয়েছিল। যেখানেই যাই সেখানেই মৃতের সংখ্যা। পরিসংখ্যান থেকে জানা যায় যে কমিউনিস্টদের শাসনে শুধু দক্ষিণ জেলায় ৬৯ জন খুন হয়েছিলেন। অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতি এতদিন ধরে আমরা দেখে এসেছি। আর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে আমরা এই রাজ্যে একটা শান্তিপূর্ণ নির্বাচন করেছি। ’’

আরও পড়ুন–  আজ বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায়, গরমও ক্রমশ বাড়বে, পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন      

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘কমিউনিস্টদের আমলে রাজ্য জুড়ে অসংখ্য লোককে খুন করা হয়েছিল এবং পরিস্থিতি ছিল ভয়াবহ। তবে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আমি জোর দিয়ে বলেছিলাম যে কোন ধরণের সহিংসতা মেনে নেওয়া হবে না। বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে। কারণ মানুষ বুঝতে পেরেছিল যে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের সঠিক উন্নয়ন করতে পারেন। তিনি আরও বলেছিলেন যে ইউপিএ সরকার তাদের দুর্নীতি ও কেলেঙ্কারীর জন্য কুখ্যাত ছিল। কিন্তু নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।’’