আহত সহ সভাধিপতি কে দেখতে উপস্থিত তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 

Lok sabha Election 2024: বেলডাঙায় ইউসুফ পাঠানের ভোট প্রচারের সময় ঘটে গেল বিপত্তি 

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী “ইউসুফ পাঠানের” সমর্থনে শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ভোট প্রচার করা হয়, বেলডাঙা পৌরসভা এলাকার বিভিন্ন এলাকাতে প্রচার করতে গিয়ে ঘটে গেল বিপত্তি।

 

জানা গিয়েছে, হুড খোলা গাড়িতে রোড শো চলাকালীন হটাৎ গাড়ি থেকে পড়ে মাথায় ও হাতে আঘাত পান মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি “আতিবুর রহমান”। তাকে তড়িঘড়ি বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তার হাত ভেঙে গিয়েছে এবং মাথায় চোট লাগে বলে সুত্রের খবর। বর্তমানে তাকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার করা হয়। শনিবার দুপুরের পরে এই ঘটনায় তাকে হাসপাতালে দেখতে উপস্থিত হন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ও জেলার তৃণমূলের বিধায়করা।

লোকসভা নির্বাচন ২০২৪

বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার জানান, শনিবার যখন নির্বাচনের প্রচার চলছিল তখনই গাড়ি থেকে হঠাৎই পড়ে যান আতিবুর রহমান। তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে হাতে ও মাথায় চোট পান। তড়িঘড়ি বেলডাঙা থেকে বহরমপুরে নার্সিংহোমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করেই নির্বাচনী প্রচার করছেন। একদিকে কংগ্রেসের পাঁচবারের সাংসদ অন্যদিকে তৃণমূল প্রার্থী কয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে চিকিৎসক নির্মল সাহাকে।

কৌশিক অধিকারী