ঘটনাস্থলে পড়ে রয়েছে মৃত ব্যক্তির জুতো

Hooghly News: গার্ডেনরিচের ছায়া কোন্নগরে! নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু দু’জনের, আহত আরও দু’জন

হুগলি: নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভিতের কাজ চলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় দুই  শ্রমিকের। মৃতের নাম শ্যামল দাস ও সোনা রায়। আহত আরও ২ জন।তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাসিন্দাদের অভিযোগ কোনও রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে কাজ চলছিল পুরোনো পাঁচিল গার্ড না করেই।স্থানীয়দের মধ্যে ক্ষোভ। ঘটনার পর ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ হাজির হয়। বিরোধী দলগুলির অভিযোগ নিয়ম না মেনেই নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানের ওয়ার্ডেই এই কাজ হলে অন্য জায়গায় কি হচ্ছে! অভিযোগ মানেনি তৃণমূল।

আরও পড়ুন – চাঁদের চারিদিকে ঘুরছে এ কী জিনিস! নাসার ছবি ঘিরে হঠাৎই রহস্য, দেখতে পারেন আপনিও

নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, ভারী গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে। অনেকবার বারণ করা হলেও শোনেননি কেউ। নির্মাণ কাজ চলার সময় পাঁচিল ধসে মৃত্যু হয় একজনের। নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে আবাসন তৈরীর ভিতের কাজ চলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের।

মৃত শ্যামল দাস (৪৮) প্রমোটার গণেশ দাসের দাদা। গণেশ বলেন, বাঁশ দিয়ে পাঁচিলে সাপোর্ট দেওয়া ছিল। কপালে ছিল, তাই দূর্ঘটনা হয়ে গিয়েছে।গত ১৫ দিন ধরে কাজ চলছিল। আজ সকাল থেকে কুড়ি জন শ্রমিক কাজে করছিলাম।

রাহী হালদার