সহদেবের কাছে প্রশিক্ষন নিচ্ছেন অঙ্কুর এবং তপস্বী 

Siliguri News: দুই বঙ্গ সন্তানের অনন্য নজির! বাংলা থেকে প্রথম হল এমনটা! জানলে গর্বিত হবেন আপনিও

শিলিগুড়ি: আন্তর্জাতিক স্তরে কুডো প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে শিলিগুড়ির অঙ্কুর এবং তপস্বী। এই প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে এই দুই প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কুডো ইউরেশিয়ান কাপ ২০২৪ আর্মেনিয়ায় অনুষ্ঠিত হবে। আর সেখানে ভারতবর্ষের হয়ে খেলতে যাচ্ছে শিলিগুড়ির দুই প্রতিযোগী। এই প্রতিযোগিতায় মঙ্গোলিয়া, জাপান, আর্মেনিয়া, ইতালি, ইরান, ভারত, ইউনাইটেড আরব আমিরশাহী, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, ফ্রান্স এর মত দেশ লড়বে। তার মাঝখানে আশার আলো দেখাচ্ছে অঙ্কুর এবং তপস্বী।

দীর্ঘদিন ধরেই সহদেব বর্মন কুডো প্রশিক্ষণ দিয়ে আসছেন শহরে। তার হাত ধরে বহু খেলোয়াড় তৈরি হয়েছে। আজ তার দুই ছাত্র-ছাত্রী শিলিগুড়ির মত ছোট শহর থেকে দেশকে প্রতিনিধিত্ব করতে আর্মেনিয়া যাচ্ছে। এর থেকে খুশির কিছু হয় না বলে জানান সহদেব। অঙ্কুর এবং তপস্বী দুই জনই এই মার্শাল আর্ট-এর সঙ্গে জড়িত বহুদিন ধরেই। তাদের ভাল পারফরম্যান্সের সুবাদে এই ইউরেশিয়ান কাপ খেলতে যাওয়া। এর জন্য প্রচুর পরিশ্রম করেছেন তারা। দুর্গাপুজো ভুলে দিনরাত প্র্যাকটিস, প্রপার ডায়েট সবকিছু করেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। ইতিমধ্যেই তারা মুম্বই রওনা হয়ে গিয়েছেন। সেখান থেকে আর্মেনিয়ায় রওনা হবেন। কোচ এবং দুই প্রতিযোগী যথেষ্ট আশাবাদী এবার ভারতের হয়ে সোনা জয় করেই তারা ফিরবে।

কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশন পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা তাদের কোচ সহদেব বর্মন বলেন, ‘এরা দুজন সারা বছর ধরে যেভাবে পরিশ্রম করেছে তার ফল এটা। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কোনো খেলোয়াড় এই আন্তর্জাতিক স্তরের কুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। আমরা আশাবাদী যে ভাল ফলাফল হবে।’

আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ ভারতের তারকা ব্যাটার! ব্যাটিং লাইনে বড় বদল! জানুন বিস্তারিত

অঙ্কুরের কথায়, ‘আজ দেশের হয়ে আমারা প্রতিনিধিত্ব করব এর থেকে খুশির এর কিছু হয় না। আশা করি ভাল ফলাফল করতে পারব।’ অন্যদিকে তপস্বী বলেন, ‘এই প্রথমবার ভারতকে প্রতিনিধিত্ব করব একটু নার্ভাসও লাগছে, আবার মনটাও ভীষণ খুশিও লাগছে একটা। আশা করি ভালো ফলাফল হবে।’

অনির্বাণ রায়