Uefa Euro 2020: ইতালি বনাম অস্ট্রিয়া টানটান ম্যাচ, কোয়ার্টার ফাইনালে আজুরি বাহিনী

ইতালি (২)- অস্ট্রিয়া (১)

#লন্ডন: রুদ্ধশ্বাস -টানটান ১২০ মিনিটের খেলা৷ ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালি৷  এদিন ৯০ মিনিট অবধি খেলা গোলশূন্য থাকায় তা গড়ায় এক্সট্রা টাইমে৷ সেখানেই বাজিমাত আজুরি বাহিনীর৷ ইতালির হয়ে এদিন গোল করে শেষ আটের টিকিট জিতিয়ে দেন দুই পরিবর্ত হিসেবে নামা ফুটবলার৷

এদিন শুরু থেকে আক্রমণাত্মক শুরু করেছিল অস্ট্রিয়া৷ অন্যদিকে ইতালির খেলার ধরণটা ছিল রক্ষণাত্মক৷ প্রথমার্ধে দুই পক্ষেরই গোলমুখী পজিটিভ আক্রমণ ছিল হাতে গোনা৷ ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা৷

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়ার একটি গোল বাতিল হয় ভারের সিদ্ধান্তে৷ এরপর দু পক্ষই চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই৷ তবে ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ইতালির রক্ষণাত্মক খেলার খোলস ছেড়ে বেরিয়ে অনেক বেশি আক্রমণ শুরু করে৷ ফলও পায় হাতেনাতে৷

৮৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা চেইসা দলের হয়ে স্কোরলাইন ১-০ করে দেন৷ তুখোড় দক্ষতায় বিপক্ষের তিন ডিফেন্ডারকে পরাস্ত করে অস্ট্রিয়ার জাল বল জড়িয়ে দেন তিনি৷ এদিকে ১ গোল হওয়ার পরেই দু পক্ষই আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায়৷

৬৭ মিনিটে পরিবর্ত হিসেবে নামা পেসিনা এবার গোল করেন৷ খেলার বয়স তখন ১০৫ মিনিট৷ ২-০ গোলে এগিয়ে যায় ইতালি৷

এদিকে বারবার আক্রমণ আসছিল ইতালি রক্ষণেও৷ ইতালির গোলদুর্গের দায়িত্বে থাকা প্রহরী বারবার তা প্রতিহত করলেও ডোনারুম্মা ১১৪ মিনিটে পরাস্ত হন৷ গোল করেন অস্ট্রিয়ার কালাজডিচিক৷

তবে শেষ অবধি আর গোলের ব্যবধান কমাতে পারেনি তারা তাই আরও একবার দুই অদ্ভুত দ্বিপাক্ষিক সম্পর্কের দেশে -র লড়াইতে আরও একবার শেষ হাসি হাসল ইতালি৷

দেখে নিন ম্যাচের গোলগুলি

এদিকে ইতালি নিজেদের গ্রুপের তিনটি ম্যাচের তিনটিতেই জিতে শেষ ষোলয় এসেছিল তারা৷ এদিকে অস্ট্রিয়া তিনটি ম্যাচের ২ টি তে জিতে এসেছিল৷ কিন্তু শেষ ষোলর হাড্ডাহাড্ডি লড়াইতে জিতল আজুরি বাহিনী৷

এই দুই দল এর আগে ৩৫ টি ম্যাচ খেলেছে, সেখানে ইতালি ১৬ টি তে জিতেছে৷ অস্ট্রিয়া জিতেছে ১১ টি-তে, ড্র ছিল ৮ টি ম্যাচে৷ শেষ ম্যাচে ইতালি ২-২ গোলে ড্র করেছিল অস্ট্রিয়া৷