শরীর ভাল রাখতে মর্নিং ওয়াকের বিকল্প হয় না৷ যদিও দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, সম্প্রতি মর্নিং ওয়াক বন্ধ করে দিয়েছেন তিনি৷

Upper Primary Recruitment: সুপ্রিম কোর্টে উচ্চ প্রাথমিক মামলা খারিজ! হাইকোর্টের নির্দেশ মেনেই হবে ১৪০৫২ পদে নিয়োগ

কলকাতা: উচ্চ প্রাথমিক মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই হবে নিয়োগ। ওই সমস্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

গত ২৮ অগস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি।

আরও পড়ুন: দানার প্রলয়ে কী এমন ঘটল নিউ দিঘায়! নেমে পড়ল নৌসেনা, ৭১ কিলোমিটার সমুদ্রতটে কী ঘটে গেল?

এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি। তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সেই মামলাতেই নিয়োগপত্র দিতে বাধা নেই বলে জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ১৪,০৫২ শূন্যপদে কাউন্সিলিং এবং নিয়োগে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ডিভিশন বেঞ্চের ১৪০৫২ চাকরি সুনিশ্চিত করার নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশন ২৫ সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করে। তারপরে ৩ অক্টোবর Counselling & Recommendation প্রদান শুরু হয়। ৮ অক্টোবর প্ৰথম এক প্রার্থী স্কুলে জয়েনও করেছিল। পুজোর ছুটি কাটিয়ে আবার Counselling & Recommendation প্রদান এবং স্কুলে স্কুলে জয়েনিং প্রক্রিয়া চলছে।