সোশ্যাল মিডিয়ায় নিজেকে রেকর্ডিং শিল্পী, জ্যোতিষী ও রেইকি প্রশিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতেন ড্যানিয়েল

US Social Influencer: ‘সূর্যগ্রহণে উদ্বিগ্ন’! কুপিয়ে পার্টনারকে হত্যা, চলন্ত গাড়ি থেকে ২ সন্তানকে ছুড়ে ফেলে নিজেকে ‘শেষ’ করলেন তরুণী সোশ্যাল ইনফ্লুয়েন্সার

লস অ্যাঞ্জেলস : সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন মার্কিন তরুণী শেষ করলেন নিজেকে এবং কার্যত তাঁর পুরো পরিবারকেই। এই অভিযোগ উঠেছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ড্যানিয়েল চেরাকিয়াহ জনসনের বিরুদ্ধে। পেশায় জ্যোতিষবিদ্যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পার্টনার। চলন্ত গাড়ি থেকে অভিযুক্ত তরুণী ছুড়ে ফেলে দেন তাঁর দুই সন্তানকে। ঘটনাস্থলেই মারা যায় ৮ মাসের ছোট মেয়ে। ভাগ্যক্রমে বেঁচে যায় তাঁর বড় মেয়ে। ৯ বছর বয়সি ওই বালিকা তদন্তকারীদের জানিয়েছে তার সামনেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেকে রেকর্ডিং শিল্পী, জ্যোতিষী ও রেইকি প্রশিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতেন ড্যানিয়েল। সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য ছিল আমেরিকা ও মেক্সিকো থেকে। মহাজাগতিক এই ঘটনা সম্বন্ধে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আধ্যাত্মিক যুদ্ধের পূর্ণ প্রকাশ।’’ তাঁর এই পোস্ট থেকেই ধারণা করা হচ্ছে যে তিনি সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন হয়েই এই ঘণ্য কাজ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি লস অ্যাঞ্জেলস পুলিশ। তদন্তকারী অফিসাররা এখনও কার্যকারণ সম্পর্ক সম্পন্ন করে উঠতে পারেননি।

আরও পড়ুন : ডায়াবেটিসে জেরবার? রোজ মানুন এই ক’টা সহজ নিয়ম! ব্লাড সুগার বাড়বেই না

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আমেরিকার স্থানীয় সময় অনুসারে সোমবার রাত ৩.৪০ মিনিটে সূর্যগ্রহণের আগে তাঁর পার্টনার জ্যালিন অ্যালেন চ্যানের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় ড্যানিয়েলের। বাকবিতণ্ডার মধ্যেই তিনি ছুরি দিয়ে জ্যালিনকে আঘাত করেন বলে অভিযোগ। তার পর দুই মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। হাইওয়েতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় তিনি আট মাসের শিশুকন্যাকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। তার পর দ্রুতগতির গাড়ি নিয়ে ধাক্কা মারেন একটি গাছে। ঘটনার অভিঘাতে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর বড় মেয়েকে। তার আঘাত সামান্য। এদিকে ড্যানিয়েলের অ্যাপার্টমেন্টের দরজা গভীর রাতেও হাট করে খোলা দেখে তাঁর পড়শিরা ফোন করেন জরুরিকালীন নাম্বার 911-এ। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ড্যানিয়েলের পার্টনার ২৯ বছর বয়সি জ্যালিনের রক্তাক্ত নিথর দেহ।

তদন্তকারীরা জানিয়েছেন ড্যানিয়েলের ক্ষেত্রে পুরনো অপরাধের কোনও রেকর্ড নেই। এমনকি, তাঁদের পরিবারে গার্হস্থ্য হিংসারও কোনও উল্লেখ নেই এর আগে। পড়শিরাও কোনও অস্বাভাবিকতা লক্ষ করেননি। তাঁদের চোখেও চ্যানি ও ড্যানিয়েলের সংসার ছিল আর পাঁচটা পরিবারের মতোই গোছানো ও স্বাভাবিক। হাড়হিম করা ঘটনায় তারাও হতভম্ব।

চাঞ্চল্যকর এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ড্যানিয়েলের পোস্ট এখন চর্চার কেন্দ্রে। তাঁর Q-Anon নামের অ্যাকাউন্ট থেকে সোমবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে তরুণী লিখেছেন, ‘WAKE UP WAKE UP THE APOCALYPSE IS HERE. EVERYONE WHO HAS EARS LISTEN. YOUR TIME TO CHOOSE WHAT YOU BELIEVE IS NOW. IF YOU BELIEVE A NEW WORLD IS POSSIBLE FOR THE PEOPLE RT NOW. THERE IS POWER IN CHOICE. THERE IS POWER IN CHOICE!!!! REPOST TO MAKE THE CHOICE FOR THE COLLECTIVE.’

আপাতভাবে ড্যানিয়েলের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছেন তদন্তকারীরা। তদন্ত আরও এগোলে মোটিফ স্পষ্ট হবে বলে তাঁদের ধারণা।

 

If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)