Tag Archives: social influencer

Insha Ghai: মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল জীবন, প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা

মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল তাঁদের। ইনস্টাগ্রামে জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরা ছিলেন অন্যতম। অঙ্কিতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। Photo Courtesy: Insha Ghai/Instagram
মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরা। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল তাঁদের। ইনস্টাগ্রামে জনপ্রিয় জুটিদের মধ্যে তাঁরা ছিলেন অন্যতম। অঙ্কিতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনস্টাগ্রামে ৭ লাখ ২১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে ইনশার। স্বামী অঙ্কিতের সঙ্গে ফ্যাশন এবং কমেডি রিলস বানাতেন তিনি। ইনশা-অঙ্কিতের চমৎকার রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। দাম্পত্য জীবনের ওঠাপড়াকেই হাসির মোড়কে দর্শকদের সামনে হাজির করতেন তাঁরা। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনস্টাগ্রামে ৭ লাখ ২১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে ইনশার। স্বামী অঙ্কিতের সঙ্গে ফ্যাশন এবং কমেডি রিলস বানাতেন তিনি। ইনশা-অঙ্কিতের চমৎকার রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। দাম্পত্য জীবনের ওঠাপড়াকেই হাসির মোড়কে দর্শকদের সামনে হাজির করতেন তাঁরা। Photo Courtesy: Insha Ghai/Instagram
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অঙ্কিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ইনশা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিয়ের ছবি। সেগুলো দেখলে মনে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে মশগুল ইনশা আর অঙ্কিত। এক নতুন জীবনের শুরুতে একে অপরের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা ভাগ করে নিচ্ছেন যেন। Photo Courtesy: Insha Ghai/Instagram
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অঙ্কিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ইনশা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিয়ের ছবি। সেগুলো দেখলে মনে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে মশগুল ইনশা আর অঙ্কিত। এক নতুন জীবনের শুরুতে একে অপরের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা ভাগ করে নিচ্ছেন যেন। Photo Courtesy: Insha Ghai/Instagram
জানা গিয়েছে, ১৯ অগাস্ট মৃত্যু হয় অঙ্কিত কালরার। ২০ অগাস্ট ইনস্টাগ্রামে স্বামীর মৃত্যুর খবর দেন ইনশা। রাখীবন্ধনের ঠিক পরের দিন। ভাইবোনের উদযাপনের শুভ মুহূর্তে এমন মর্মান্তিক খবর বিশ্বাস করতে পারছেন না অনেকেই। Photo Courtesy: Insha Ghai/Instagram
জানা গিয়েছে, ১৯ অগাস্ট মৃত্যু হয় অঙ্কিত কালরার। ২০ অগাস্ট ইনস্টাগ্রামে স্বামীর মৃত্যুর খবর দেন ইনশা। রাখীবন্ধনের ঠিক পরের দিন। ভাইবোনের উদযাপনের শুভ মুহূর্তে এমন মর্মান্তিক খবর বিশ্বাস করতে পারছেন না অনেকেই। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনস্টাগ্রাম পোস্টে অঙ্কিতের ছবি শেয়ার করে ইনশা লিখেছেন, “আমাকেও একদিন নিয়ে যাও। আমি অন্যভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। বেবি, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে মিস করছি।’’ অঙ্কিতের মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেননি ইনাশা। তবে জানা গিয়েছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঙ্কিতের। এত কম বয়সে হার্ট অ্যাটাক বিরল ঘটনা। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনস্টাগ্রাম পোস্টে অঙ্কিতের ছবি শেয়ার করে ইনশা লিখেছেন, “আমাকেও একদিন নিয়ে যাও। আমি অন্যভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। বেবি, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে মিস করছি।’’ অঙ্কিতের মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলেননি ইনাশা। তবে জানা গিয়েছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঙ্কিতের। এত কম বয়সে হার্ট অ্যাটাক বিরল ঘটনা। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনশার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন ফলোয়াররা। একজন লিখেছেন, “ভেঙে পড়বেন না। মন শক্ত করুন।“ আরেক লিখেছেন, “আমরা সবাই আপনার সঙ্গে আছি। শক্ত থাকুন। অঙ্কিত নেই, বিশ্বাস করতে পারছি না।’’ Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনশার এই পোস্টে সমবেদনা জানিয়েছেন ফলোয়াররা। একজন লিখেছেন, “ভেঙে পড়বেন না। মন শক্ত করুন।“ আরেক লিখেছেন, “আমরা সবাই আপনার সঙ্গে আছি। শক্ত থাকুন। অঙ্কিত নেই, বিশ্বাস করতে পারছি না।’’ Photo Courtesy: Insha Ghai/Instagram
অঙ্কিত কালরাও ইনশার মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি ছিল বিশেষ অনুরাগ। ‘হাউস অফ স্টাইল, বাই স্মৃতি অ্যান্ড ইনশা’ নামের একটি পোশাক সংস্থার সহ মালিকানাও রয়েছে তাঁদের। দু’জনে জুটিতে তৈরি করেছিলেন নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। রিলসে তাঁদের বুদ্ধিদীপ্ত উপস্থিতি অনলাইন ব্যক্তিত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Photo Courtesy: Insha Ghai/Instagram
অঙ্কিত কালরাও ইনশার মতোই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি ছিল বিশেষ অনুরাগ। ‘হাউস অফ স্টাইল, বাই স্মৃতি অ্যান্ড ইনশা’ নামের একটি পোশাক সংস্থার সহ মালিকানাও রয়েছে তাঁদের। দু’জনে জুটিতে তৈরি করেছিলেন নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। রিলসে তাঁদের বুদ্ধিদীপ্ত উপস্থিতি অনলাইন ব্যক্তিত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Photo Courtesy: Insha Ghai/Instagram
ইনশা ঘাই
ইনশা ঘাই

Followers in social media: বাইডেন বা কোহলি নয়, নেটদুনিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার নরেন্দ্র মোদির! কত জানেন?

কলকাতা: এমনিই তিনি জনপ্রিয়। তার উপর সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক ফলোয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডলে এবার পার করলেন ১০০ মিলিয়ন ফলোয়ার। এই উপলক্ষে মোদিকে অভিনন্দন জানালেন মাইক্রোব্লগিং সাইট এক্স-এর সিইও এবং টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের একমাত্র নেতৃত্ব যাঁকে এত মানুষ অনুসরণ করেন সোশ্যাল মিডিয়ায়। টেসলার কর্ণধার মাস্ক এ কথা লিখেই সাধুবাদ জানান মোদিকে। এক্স হ্যান্ডলে লেখেন, “অভিনন্দন প্রধানমন্ত্রী @NarendraModi সর্বাধিক অনুসরণযোগ্য বিশ্বনেতা হওয়ার জন্য!”

মোদিও মাস্ককে উদ্দেশ্য করে জবাবে লিখেছেন, “এক্স-এ একশো মিলিয়ন! এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছু লালন করতে পেরে খুশি। ভবিষ্যতেও সমানভাবে আকর্ষণীয় সময়ের জন্য অপেক্ষা করছি।”

ভারতীয় রাজনীতিবিদদের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির কথা তুলনা করলে দেখা যায় মোদি উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন। সেখানে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ফলোয়ার ২৬.৪ মিলিয়ন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ২৭.৫ মিলিয়ন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের ১৯.৯ মিলিয়ন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

শুধু দেশের নেতারা নন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো অন্যান্য আন্তর্জাতিক নেতাদের থেকেও অনেক এগিয়ে নরেন্দ্র মোদি। বাইডেনের বর্তমানে ৩৮.১ মিলিয়ন অনুসরণকারী রয়েছেন। এইচএইচ শেখ মোহাম্মদ, দুবাইয়ের বর্তমান শাসকের রয়েছে ১১.২ মিলিয়ন এবং পোপ ফ্রান্সিসের ১৮.৫ মিলিয়ন।

Congratulations PM @NarendraModi on being the most followed world leader!

— Elon Musk (@elonmusk) July 19, 2024

এমনকি, পিছিয়ে রয়েছেন তাবড় খেলোয়াড়রাও। বিরাট কোহলি (৬৪.১ মিলিয়ন), ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র (৬৩.৬ মিলিয়ন) এবং আমেরিকান বাস্কেট বল খেলোয়াড় লেব্রন জেমস (৫২.৯ মিলিয়ন)-দের মতো কিছু সক্রিয় বিশ্ব ক্রীড়াবিদদের তুলনায়ও প্রধানমন্ত্রী মোদির বেশি ফলোয়ার রয়েছে। পিছিয়ে পড়েছেন জনপ্রিয় পপতারকা টেলর সুইফট (৯৫.৩ মিলিয়ন), লেডি গাগা (৮৩.১ মিলিয়ন), এবং কিম কার্দাশিয়ান (৭৫.২ মিলিয়ন) এর মতো তারকারাও!

গত তিন বছরে, মোদির ফলোয়ার বেড়েছে ৩০ মিলিয়ন!

US Social Influencer: ‘সূর্যগ্রহণে উদ্বিগ্ন’! কুপিয়ে পার্টনারকে হত্যা, চলন্ত গাড়ি থেকে ২ সন্তানকে ছুড়ে ফেলে নিজেকে ‘শেষ’ করলেন তরুণী সোশ্যাল ইনফ্লুয়েন্সার

লস অ্যাঞ্জেলস : সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন মার্কিন তরুণী শেষ করলেন নিজেকে এবং কার্যত তাঁর পুরো পরিবারকেই। এই অভিযোগ উঠেছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ড্যানিয়েল চেরাকিয়াহ জনসনের বিরুদ্ধে। পেশায় জ্যোতিষবিদ্যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ড্যানিয়েলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পার্টনার। চলন্ত গাড়ি থেকে অভিযুক্ত তরুণী ছুড়ে ফেলে দেন তাঁর দুই সন্তানকে। ঘটনাস্থলেই মারা যায় ৮ মাসের ছোট মেয়ে। ভাগ্যক্রমে বেঁচে যায় তাঁর বড় মেয়ে। ৯ বছর বয়সি ওই বালিকা তদন্তকারীদের জানিয়েছে তার সামনেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেকে রেকর্ডিং শিল্পী, জ্যোতিষী ও রেইকি প্রশিক্ষক হিসেবে নিজের পরিচয় দিতেন ড্যানিয়েল। সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য ছিল আমেরিকা ও মেক্সিকো থেকে। মহাজাগতিক এই ঘটনা সম্বন্ধে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আধ্যাত্মিক যুদ্ধের পূর্ণ প্রকাশ।’’ তাঁর এই পোস্ট থেকেই ধারণা করা হচ্ছে যে তিনি সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন হয়েই এই ঘণ্য কাজ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি লস অ্যাঞ্জেলস পুলিশ। তদন্তকারী অফিসাররা এখনও কার্যকারণ সম্পর্ক সম্পন্ন করে উঠতে পারেননি।

আরও পড়ুন : ডায়াবেটিসে জেরবার? রোজ মানুন এই ক’টা সহজ নিয়ম! ব্লাড সুগার বাড়বেই না

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আমেরিকার স্থানীয় সময় অনুসারে সোমবার রাত ৩.৪০ মিনিটে সূর্যগ্রহণের আগে তাঁর পার্টনার জ্যালিন অ্যালেন চ্যানের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় ড্যানিয়েলের। বাকবিতণ্ডার মধ্যেই তিনি ছুরি দিয়ে জ্যালিনকে আঘাত করেন বলে অভিযোগ। তার পর দুই মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। হাইওয়েতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় তিনি আট মাসের শিশুকন্যাকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। তার পর দ্রুতগতির গাড়ি নিয়ে ধাক্কা মারেন একটি গাছে। ঘটনার অভিঘাতে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর বড় মেয়েকে। তার আঘাত সামান্য। এদিকে ড্যানিয়েলের অ্যাপার্টমেন্টের দরজা গভীর রাতেও হাট করে খোলা দেখে তাঁর পড়শিরা ফোন করেন জরুরিকালীন নাম্বার 911-এ। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ড্যানিয়েলের পার্টনার ২৯ বছর বয়সি জ্যালিনের রক্তাক্ত নিথর দেহ।

তদন্তকারীরা জানিয়েছেন ড্যানিয়েলের ক্ষেত্রে পুরনো অপরাধের কোনও রেকর্ড নেই। এমনকি, তাঁদের পরিবারে গার্হস্থ্য হিংসারও কোনও উল্লেখ নেই এর আগে। পড়শিরাও কোনও অস্বাভাবিকতা লক্ষ করেননি। তাঁদের চোখেও চ্যানি ও ড্যানিয়েলের সংসার ছিল আর পাঁচটা পরিবারের মতোই গোছানো ও স্বাভাবিক। হাড়হিম করা ঘটনায় তারাও হতভম্ব।

চাঞ্চল্যকর এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ড্যানিয়েলের পোস্ট এখন চর্চার কেন্দ্রে। তাঁর Q-Anon নামের অ্যাকাউন্ট থেকে সোমবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে তরুণী লিখেছেন, ‘WAKE UP WAKE UP THE APOCALYPSE IS HERE. EVERYONE WHO HAS EARS LISTEN. YOUR TIME TO CHOOSE WHAT YOU BELIEVE IS NOW. IF YOU BELIEVE A NEW WORLD IS POSSIBLE FOR THE PEOPLE RT NOW. THERE IS POWER IN CHOICE. THERE IS POWER IN CHOICE!!!! REPOST TO MAKE THE CHOICE FOR THE COLLECTIVE.’

আপাতভাবে ড্যানিয়েলের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখছেন তদন্তকারীরা। তদন্ত আরও এগোলে মোটিফ স্পষ্ট হবে বলে তাঁদের ধারণা।

 

If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)