গাজায় শান্তি ফেরানোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

Gaza Suffering: গাজায় শিশু মৃত্যুর ঘটনা হৃদয়বিদারক, যুদ্ধ শেষ হওয়া উচিত! নেতনিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন কমলা হ্যারিস

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ওয়াশিংটনে হামাসের হাতে বন্দি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মুক্তি প্রসঙ্গে বৈঠক করেন৷ সেখানে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে।

হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেছেন, আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দিদের মুক্তি নিয়ে ভাবছি, তেমনই গাজায় ঘটে চলা সংঘর্ষ বন্ধ করাও আমাদের লক্ষ্য৷

আরও পড়ুন: চিনকে আটকাতে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাজেটে বরাদ্দ হতে পারে প্রায় ১০০০ মিলিয়ন ডলার


তিনি আরও বলেন, ‘‘আমি হামাসের হাতে বন্দি থাকা পরিবারের সঙ্গে একাধিকবার দেখা করেছি৷ আশ্বাস দিয়েছি তাঁরা একা নয়৷ আমি সব সময় তাঁদের পাশে আছি৷ আমি এবং আমাদের প্রেসিডেন্ট জন বাইডেন, আমরা সব রকম চেষ্টা করছি ওদের কোনওভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার৷’’

আরও পড়ুন: গাজার ‘সেফ জোনে’ বোমাবর্ষণ ইজরায়েল সেনার, নিহত প্রায় ৯২ জন

এরই সঙ্গে তিনি গাজার নিরীহ মানুষদের সম্বন্ধে চিন্তা ব্যক্ত করলেন৷ সেখানে ইজরায়েল-হামাসের যুদ্ধে সেখানকার মৃত শিশুদের হৃদয়বিদারক দৃশ্য তাঁকে কষ্ট দিয়েছে, ‘‘ওখানের অবস্থা খুবই হৃদয়বিদারক৷ ওখানে প্রচুর নিরীহ ব্যক্তি মারা যাচ্ছে৷ প্রায় ২ মিলিয়নের মতো মানুষ ওখানে খাবার জলের অভাবে কষ্ট পাচ্ছেন৷

তিনি আরও বলেন, যে কোনও ধরনের ঘৃণা, হিংসাকে পশ্রয় দেওয়া উচিত নয়৷ আমাদের উচিত গাজায় শান্তি ফেরানোর উপরও নজর দেওয়া৷ আমি যে কোনও ধরনের হিংসা ও ঘৃণার বিরুদ্ধে৷