Uttar Pradesh election results 2024: এনডিএ-ইন্ডিয়া সমানে সমানে লড়াই, চমক দিল উত্তর প্রদেশ! অযোধ্যাতেও পিছিয়ে বিজেপি

লখনউ: শেষ পর্যন্ত গোটা দেশে ভোটের ফল যাই হোক না কেন, সম্ভবত সবথেকে বড় চমক দিতে চলেছে উত্তর প্রদেশ৷ যাবতীয় হিসেব নিকেশ উল্টে দিয়ে উত্তর প্রদেশে এনডিএ-র থেকে সামান্য হলেও এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া এবং এনডিএ-র মধ্যে প্রায় সমানে সমানে লড়াই চলছে৷

২০১৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টি জিতেছিল এনডিএ৷ বিজেপি একাই পেয়েছিল ৭১টি আসন৷ অন্যদিকে ২০১৯ সালেও এনডিএ উত্তর প্রদেশ থেকে জয়ী হয়েছিল ৬৩টি আসনে৷ ৬১টি আসন বিজেপি একাই দখল করেছিল৷ এমন কি যে রাম মন্দির নিয়ে দেশ জুড়ে প্রচার করেছে বিজেপি, সেই অযোধ্যা যে লোকসভার মধ্যে পড়ে সেই ফৈজাবাদেও পিছিয়ে রয়েছে বিজেপি৷  সেখানে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী৷

আরও পড়়ুন: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস

এবার অবশ্য বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে লড়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস৷ সমাজবাদী পার্টি লড়েছিল ৬২টি আসনে, কংগ্রেস লড়াই করে ১৭টি আসনে, একটি আসনে লড়ে তৃণমূল৷

এ দিন ভোট গণনা শুরুর পর থেকেই উত্তর প্রদেশে কাঁটায় কাঁটায় টক্কর চলছে এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে৷ শেষ পর্যন্ত গোটা দেশে যাই হোক না কেন, উত্তর প্রদেশে এই প্রবণতা বজায় থাকলে তা গেরুয়া শিবিরের চিন্তা অনেকটাই বাড়াবে৷