মর্মান্তিক পথদুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল দুই ভাইয়ের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। প্রতীকী ছবি।

Uttar Pradesh News: ভয়ঙ্কর দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি

কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে হৃদয়বিদারক ঘটনা৷ মন্দিরের সামনেই গাড়ি পিষে দিল দম্পতিকে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

শনিবার ভোরের ঘটনা৷ আর পাঁচদিনের মতোই সকাল থেকে মন্দির চত্বরে লোকজন আসতে শুরু করেছিল৷ মন্দিরের পাসে ফুটের উপরেই বসেছিলেন সন্নাসী দম্পতি৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ফুটের উপর উঠে যায়৷

আরও পড়ুন : বন‍্যার জন‍্য কেন দায়ী ড‍্যাম? আসল সমস‍্যা কোথায়? এই ৪ জলাধারের কারণেই কী ভাসছে বাংলা?

জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতি উত্তরপ্রদেশের সাজেটির বাসিন্দা। সন্ন্যাসীর নাম সীতারাম এবং তাঁর স্ত্রী প্রায় প্রতিদিনই মন্দিরের সামনে বসে থাকতেন। ভিক্ষা করেই জীবন চলে যাচ্ছিল তাদের। শনিবার একটু বেলায় এক দম্পতি আনন্দেশ্বর মন্দিরে পৌঁছান পুজো দেওয়ার জন্য। আরতি শেষে মন্দির থেকে বেরিয়ে আসার পরই ঘটে ঘটনাটি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা বৃদ্ধ দম্পতিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই গোয়ালতলি থানার পুলিশ চলে আসে৷

আরও পড়ুন : বড় খবর! লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট সুখবর দিল রেল, না জানলেই পস্তাবেন!

গাড়ির ধাক্কার পরই প্রবল চিৎকার শুরু হয়। আশপাশের লোকজন দৌড়ে গাড়িটি থামাতে যায়৷ ভিড় দেখে ভয় পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। অভিযোগ, গাড়ির মধ্যে থাকা দম্পতিও আর নামেননি৷ গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ দম্পতিতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ লাভ হয়নি৷ মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এডিসিপি মহেশ কুমার জানিয়েছেন, আনন্দেশ্বর মন্দির কমপ্লেক্সের বাইরে ঘুমন্ত দুই ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি দেখে গাড়ির নম্বর খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।