Tag Archives: Kanpur

বড়বড় চুল, দাড়ি, শতচ্ছিন্ন পোশাক, আরপিএফের কাছ থেকে জল খেয়ে চোস্ত ইংরেজিতে চমকে দিলেন ‘ভিক্ষুক’!

কানপুর: উত্তর প্রদেশের কানপুরে অবাক করা ঘটনা। ২০২৪-এর ২৭ এপ্রিল। কানপুর সেন্ট্রালে টহল দিচ্ছিল আরপিএফের একটি দল (এসআই আসলাম খান, এসআই আরতি কুমারী এবং এএসআই হরিশঙ্কর তিওয়ারি)। হঠাৎ এক আরপিএফ ইন্সপেক্টরের নজরে আসে বড় দাড়ি, লম্বা চুলের, পরনে ময়লা শতছিন্ন পোশাক পরা এক ব্যক্তি এক ফোঁটা জলের জন্য আকুল হয়ে ঘুরছেন স্টেশনে।

একনজরে দেখে মনে হবে, ভিখারি বোধহয়। ইন্সপেক্টরও তাই ভেবেছিলেন। তাঁর কাছে একটা জলের বোতল ছিল। ওই ব্যক্তির দিকে সেটাই বাড়িয়ে দেন তিনি। কিন্তু জল খেয়ে তিনি যা বললেন, তাতেই চমকে ওঠেন ইন্সপেক্টর। জল খেয়ে মুখ মুছে স্পষ্ট ইংরেজিতে ব্যক্তি বলে ওঠেন ‘থ্যাঙ্ক ইউ’। চমকে যান ইন্সপেক্টর। তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। ধীরে ধীরে বেরিয়ে আসে ‘ভিক্ষুকে’র আসল গল্প।

আরও পড়ুন– ‘শরীরে কী ঢুকিয়ে দিয়েছে জানি না’, হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শ্রেয়স তলপড়ে

২ বছর আগে অপহরণ: আরপিএফের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২ বছর আগে এই যুবককে অপহরণ করা হয়েছিল। তাঁর নাম মহাবীর সিং। তিনি আউরিয়ার বাসিন্দা। ওই যুবক পুলিশকে জানান, বছর দুয়েক আগে তিনি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু এটিএমে টাকা না থাকায় তিনি পাশের একটি দোকানে যান। সেখান থেকে আধার কার্ড ব্যবহার করে টাকা তোলেন।

এরপর ওই যুবক জানান, টাকা তুলে বাড়ি যাবেন বলে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। সেই সময় একটা গাড়ি তাঁর সামনে এসে থামে। কয়েকজন বেরিয়ে আসে। তাঁকে চ্যাংদোলা করে তুলে গাড়িতে ঢুকিয়ে নেয়। তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে দেখেন, একটা বাথরুমে পড়ে আছেন। কিছুদিন পর তারা যুবককে একটা খনিতে নিয়ে যায়। সেখানে শ্রমিক হিসেবে খাটায়। সেখান থেকে কোনওরকমে পালান তিনি। ট্রেনে করে চলে আসেন কানপুর।

আরও পড়ুন– ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই রীতিমতো মূর্চ্ছা গেলেন গৃহকর্ত্রী

পুলিশ ও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ: এরপর আরপিএফ দল যুবকের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে। বিধুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গোটা বিষয়টা জানানো হয়। বিধুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যুবককে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ২ বছর পর বাড়ির ছেলের সন্ধান পেয়ে আর পিএফকে ধন্যবাদ জানিয়েছে মহাবীরের পরিবার।

Bride Runs Away: বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা

কানপুর : ছাদনাতলায় যাওয়ার আগে সাজতে বান্ধবীর সঙ্গে বিউটি পার্লারে গিয়েছিলেন কনে। সেখান থেকে আর ফিরলেন না বিয়ের মণ্ডপে। অভিযোগ, বিয়ের সাজেই তরুণী পালিয়েছেন তাঁর প্রেমিকের সঙ্গে। চা‍ঞ্চল্যকর এই ঘটনা কানপুরের কাছে চৌবেপুর গ্রামের। ওদিকে অপেক্ষার পর হতাশ হয়ে বরকে নিয়ে ফিরে গিয়েছে বরযাত্রীরা। এর পর থানায় এফআইআর দায়ের করেছেন পলাতক তরুণীর বাবা। আর্জি জানিয়েছেন মেয়েকে খুঁজে দেওয়ার।

পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ৩০ জানুয়ারি এই ঘটনা ঘটেছে চৌবেপুর গ্রামে। জানা গিয়েছে, এক বান্ধবীর সঙ্গে বিউটিপার্লার গিয়েছিলেন ওই তরুণী। বান্ধবীর দাবি, বিয়ের সাজে সম্পূর্ণ সেজে ফিরছিলেনও তরুণী। পথে পালিয়ে যান প্রেমিকের সঙ্গে।

তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ তরুণীর পরিবার লখনউ শহরের বাসিন্দা গত ২৫ বছর ধরে। সেখানেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ এই সম্পর্কে রাজি ছিলেন না তাঁর পরিবার। মেয়ের বিয়ে দিতে চৌবেপুর গ্রামে নিজেদের দেশের বাড়িতে ফিরে যান তাঁরা। কিন্তু সেখানে গিয়েও শেষরক্ষা হল না।

আরও পড়ুন : মৌনী অমাবস্যায় তুলসিমঞ্চে দিন এই জিনিস! অশ্বত্থগাছের নীচে রাখুন এটা…অর্থ, বিয়ে, চাকরি-পূর্ণ হবে মনের সব অধরা ইচ্ছে

পুলিশের দাবি, নিজের মতের বিরুদ্ধে গিয়ে বাড়ির পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি তরুণী। তিনি যোগাযোগ রেখেছিলেন প্রেমিকের সঙ্গে। ফোনে দু’জনে শলাপরামর্শ করে পালিয়ে যান বলে দাবি পুলিশের।

এই ঘটনায় বরপক্ষের অভিযোগ, মেয়ের বাড়ির জন্য তাঁদের অপমানিত হতে হল। তরুণী প্রেমের সম্পর্কে আছেন জেনেও তাঁর পরিবারের উচিত হয়নি বিয়ের সম্বন্ধ ঠিক করার। বক্তব্য বরের পরিবারের। অন্তত সেটা করলে তাঁদের এভাবে হেনস্থা ও অপমানের শিকার হতে হত না, বলছেন বরযাত্রীরা। এই ঘটনায় হচতকিত কনেপক্ষ মুহ্যমান। সংবাদমাধ্যমে কোনও কথাই বলতে চাননি তাঁরা।

উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া

কানপুর: এক ছাত্রের ফোনে সৃষ্টি হয়েছিল আতঙ্কের পরিবেশ, তা-ও দেশের ৩টি বড় শহরে! এমনকী নড়েচড়ে বসেছিল পুলিশ-প্রশাসনও। বড় বড় দুঁদে অফিসাররাও রীতিমতো ঘোল খেয়ে গিয়েছেন। উত্তর প্রদেশের কানপুরের সেন পশ্চিম পাড়া থানা এলাকার ঘটনা।

কিন্তু কী এমন ঘটনা ঘটল যে, এতটাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল? নিউ আজাদ নগর আউটপোস্ট ইনচার্জ ধর্মা কুশওয়াহা বলেন, ক্রাইম ব্রাঞ্চের কাছে আচমকা খবর আসে যে, কোনও এক জনবসতিপূর্ণ এলাকায় ইন্ডিগো এয়ারলাইন্সের ৪০টি বিমানকে গুলি করে নামানোর হুমকি ফোন এসেছিল। এরপর ওই ফোন নম্বর ট্রেস করে দেখা যায়, ফোনটা এসেছে মহাদেবন মন্দিরের কাছ থেকে। সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছিলেন ওই অফিসার। সেখানেই একটি বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ভাড়া থাকে ১৫ বছর বয়সী এক হাইস্কুলের ছাত্র। আদতে ওই পরিবারটি কুশীনগরের কাসমা থানা এলাকার বাকানহা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন– দুর্লভ যোগ! নেপালে ১৯৬৭ সালে জারি ডাক টিকিটে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়কাল উল্লেখ, যা এখন ভাইরাল !

পুলিশি জেরায় ওই ছাত্র জানিয়েছে যে, সে ইজরায়েল-হামাস যুদ্ধের খবর এবং ভিডিও দেখেছিল। এরপর গুগল করে ইন্ডিগো এয়ারলাইনের নম্বর নিয়ে বাবার ফোন থেকে ওই বিমান সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে জানায় যে, জনবসতিপূর্ণ এলাকায় ৪০টি বিমান গুলি করে নামানো হবে। আর এর পরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আপাতত মোবাইল-সহ ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আউটপোস্ট ইন-চার্জের অভিযোগের ভিত্তিতে ৫০৬ ধারার অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

আরও পড়ুন– মধুচন্দ্রিমায় ব্যক্তিগত মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন দম্পতি, ‘এর পর কী…’ ! নেটিজেনরা মজলেন হাসি-ঠাট্টায়

আসলে ওই পড়ুয়ার উড়োফোনে নড়েচড়ে বসেছিল দিল্লি, কানপুর এবং লখনউ- এই তিন শহর। কুশওয়াহা বলেন যে, ইন্ডিগো দিল্লি পুলিশের কাছে ওই হুমকি-ফোনের কথা জানায়। এদিকে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য এমনিতেই কড়াকড়ি রয়েছে। ফলে হুমকি ফোনের পরেই প্রশাসনের উদ্বেগ বাড়তে শুরু করে। দিল্লি আইবি-র তরফে এই ঘটনা জানানো হয়েছে উত্তর প্রদেশের ডিজিপি-কে। এরপর লখনউয়ের কমিশনারেট পুলিশ অফিসারের কাছে খবর যায় এবং সক্রিয় হয় ক্রাইম ব্রাঞ্চ।

Kanpur Goat: Viral : সরকারি অফিসে ঢুকে কাগজ মুখে চম্পট ছাগলের! ফেরানোর আর্জি জানিয়ে ধাওয়া করে ছুটলেন কর্মীরা

কানপুর : এক ছাগল কিনা শেষ অবধি সামাজিক মাধ্যমের মধ্যমণি (viral goat)! কারণ সরকারি অফিসের ফাইল মুখে সে চম্পট দিয়েছে৷ কানপুরের চৌবেপুরের (Chaubepur in Kanpur) সেই ছাগলের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে৷ ছাগলটি মুখে করে সরকারি দফতরের কাগজ নিয়ে দৌড় দিয়েছে৷ আর তার পিছনে পিছনে ছুটছে চৌবেপুর ব্লক অফিসের (Chaubepur Block Office) এক কর্মী৷ এ যেন লম্বকর্ণের নতুন উপাখ্যান!

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে থেকে জানা গিয়েছে চতুষ্পদটি কোনওভাবে সরকারি দফতরে ঢুকে পড়েছিল৷ তার পর কয়েক মিনিট পর দফতর থেকে এক গুচ্ছ কাগজ মুখে নিয়ে বেরিয়ে পড়ে৷ দফতরে থাকা কিছু কর্মী তাকে ওই অবস্থায় দেখার পর শুরু হয় হৈ চৈ! এক জন কর্মী ছাগলের কাছে কাগজ ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন, শোনা যায় সেটাও৷

আরও পড়ুন : ওজন কমাতে চান? বেশি করে পেয়ারা খান

চৌবেপুর ব্লকের পঞ্চায়েত সেক্রেটারির অফিসে এই ঘটনা বুধবারের৷ দফতরের কর্মীরা শেষ অবধি ছাগলের মুখ থেকে কাগজ উদ্ধার করতে পেরেছেন ঠিকই! কিন্তু তার আগে কিছু কাগজ চিবিয়ে ফেলেছে সে!

আরও পড়ুন : রাতে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি সময়, শীতেও আপনার শুকনো ত্বক থাকবে পেলব

যদিও চৌবেপুরের বিডিও মনুলাল যাদবের দাবি, ছাগলটি যা মুখে করে বেরিয়ে পড়েছিল, সেগুলি সবই বাতিল কাগজপত্র, প্রয়োজনীয় কিছু নয়! সেরকমই সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি৷ ব্লক উন্নয়ন আধিকারিকের কথায়, ‘‘অফিসের কাছে ক্যান্টিন থেকে কিছু কাগজ নিয়ে ছাগলটি পালিয়েছিল৷ দরকারির কাগজ নয়৷’’

আরও পড়ুন : ধূমপায়ী না হলেও ক্যানসারের আশঙ্কা আছে যথেষ্টই

কিন্তু সরকারি অফিসে ছাগল ঢুকলই বা কী করে? উঠেছে এই প্রশ্নও ৷ বিডিও জানিয়েছেন ওই অফিসের কর্মীরা বাইরে বসে ছিলেন৷ সেই সুযোগে ছাগলটি  ঢুকে পড়ে এই কাণ্ড ঘটায়৷ এর পর থেকে কর্মীদের সকলকে অফিসে বসেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিডিও৷

IND vs NZ: ভারতের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি, কানপুরে নজির শ্রেয়সের !

কানপুর: অভিষেক টেস্টেই নজির গড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer  Century) ৷ সাক্ষী কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম ৷ টেস্টের দ্বিতীয় দিনেই শ্রেয়সের ব্যাট থেকে এল চমৎকার শতরান ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৬তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার নজির গড়লেন শ্রেয়স (Shreyas Iyer great innings 16th Indian To Score Century On Test Debut ) ৷

আরও পড়ুন– অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স

কানপুরে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করতে সফল শ্রেয়স আইয়ার ৷ গতকাল, বৃহস্পতিবার ১৩৬ বল খেলে ৭৫ রানে নট আউট থাকেন শ্রেয়স ৷ আজ যে সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি, তা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনেই ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ ১৭১ বলে ১০৫ রান করার পর সাউদির বলে আউট হন শ্রেয়স ৷

আরও পড়ুন– ঢাকে কাঠি অষ্টম প্রো কাবাডি লিগের, ২২ ডিসেম্বর থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত ১২ টি দল

শতরান করতে শ্রেয়স মেরেছেন ১৩টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷  ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড এর আগে রয়েছে ১৫ জনের ৷ তাঁরা হলেন,  শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র সেহওয়াগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ ৷ ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন তিনি ৷