পথ কুকুরদের ভ্যাকসিন

Vaccination Stray Dogs: বাড়ছে পথ কুকুরের সংখ্যা! শুরু হল ভ্যাকসিনেশনের কাজ

উত্তর দিনাজপুর: পুজোর আগেই রাস্তার কুকুর ও বিড়ালদের টিকাকরণ শুরু। বর্ষার ভ্যাপসা গরম আর প্যাচ প্যাচানিতে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ দেখা যায় কুকুর ও বিড়ালদের। যারা কুকুর বা বিড়াল পোষেন তারা যদিও নিয়ম মেনে ভ্যাকসিন দিয়ে থাকেন। তবে পথ কুকুর ও বেড়ালদের অনেক সময় নিয়ম মেনে ভ্যাকসিন করানো সম্ভব হয় না।

তাই কুকুর কিংবা বিড়াল থেকে যাতে সাধারণ মানুষের কোন রকম রোগ সংক্রমণ না ছাড়ায় তাই পঞ্চায়েত সমিতি ও পশুপালন দফতরের উদ্যোগে শুরু হয়েছে পথ কুকুর ও বিড়ালকে টিকাকরণের কাজ। কালিয়াগঞ্জের পশুপালন দফতরের আধিকারিক ডক্টর মানিক লাল সাহা জানান,এই সময় কুকুর ও বিড়ালকে রেবিস ভাইরাস অর্থাৎ জলাতঙ্ক থেকে বাঁচতে শুরু হয়েছে ভ্যাকসিনেশন এর প্রক্রিয়া।

আরও পড়ুন:নিজের গয়না বন্ধক দিয়েছেন অভাবে, দুর্গা প্রতিমার জন্য গয়না বানাচ্ছেন কালিয়াগঞ্জের মায়া

এই জলাতঙ্ক রোগ এতটাই ভয়াবহ যে এই রোগের সংক্রমণে কোন কুকুর বা বেড়ালই বাঁচতে পারে না। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো প্রাণী যদি মানুষকে আঁচড়ে দেয় তবে সেই সংক্রামিত প্রাণীর লালা থেকেও জলাতঙ্ক ছড়াতে পারে মানুষের মধ্যে। তাই পুজোর আগে পথ কুকুর ও বিড়ালদের হয়ে থাকা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে শুরু হয়ে গেছে কুকুর বিড়ালদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এদিন প্রায় ২০০টির ও বেশি পথ কুকুরকে ভ্যাকসিনেশন করানো হয়।

পিয়া গুপ্তা