রাস্তায় চলছে বন্দে ভারত এক্সপ্রেস! বাসুলিয়া-তমলুক রুটে জোর আওয়াজ তুলে চলল ট্রেন

West Medinipur News: রাস্তায় চলছে বন্দে ভারত এক্সপ্রেস! বাসুলিয়া থেকে তমলুক রুটে জোর আওয়াজ তুলে চলল ট্রেন, দেখুন ভিডিও

পশ্চিম মেদিনীপুর: সবংয়ে রাস্তায় চলল বন্দে ভারত এক্সপ্রেস। এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি সত্যিই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকা সবংয়ে। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা।

তবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস-এর রুট বাসুলিয়া থেকে তমলুক। অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে সবং হয়ে চলবে বাসুলিয়া পর্যন্ত। যদিও তা নীলপুজো উপলক্ষে স্পেশ্যাল রান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাস্তার ডান থেকে বাঁ, নাকি বাঁ থেকে ডান? বিড়াল কীভাবে পেরলে অশুভ হয়! উত্তর দিতে গিয়ে ভ্যাবাচ্যাকা

নীল-সাদা বন্দে ভারত এক্সপ্রেসকে রাস্তায় দেখে বেশ আনন্দিত সাধারণ মানুষ। এমনই ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেপথ্যে আসল ঘটনা জানলে অবাক হবেন। লম্বা এই বন্দে ভারত এক্সপ্রেসের চাকা নেই। চাকাহীন বন্দে ভারত এক্সপ্রেস কাঁধে চাপিয়ে টেনে নিয়ে যাচ্ছে শিব ভক্তরা। সঙ্গে বাঁশি বাজিয়ে হুবহু ট্রেনের হর্ন বাজাচ্ছেন তাঁরা। শিবের পুজো উপলক্ষে এমন আয়োজনে উৎসবের মেজাজ সবং-এর প্রত্যন্ত এলাকায়।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বাসুলিয়া এলাকায় নীলপুজোর জল ঢালা অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে শোভাযাত্রায় থিম করা হয় বন্দে ভারত এক্সপ্রেস। যেখানে হুবহু বন্দে ভারত এক্সপ্রেসকে বানিয়েছেন শিবভক্তরা। জলের বাঁক নেওয়ার পাশাপাশি কাঁধে চাপিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে গ্রামীণ রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নীলপুজো উপলক্ষে জল ঢালা, বেশ কয়েক বছরের পুরানো রীতি-রেওয়াজ। সেই মতো নীলপুজোর দিন জল ঢালা উপলক্ষে নানান থিমের পাশাপাশি থিম করা হয় বন্দে ভারত এক্সপ্রেসকে। থার্মোকল, কাপড়, কাগজ দিয়ে বানানো হয় এক্সপ্রেসের রেপ্লিকা। স্বাভাবিকভাবে এমন থিম নজর কেড়েছে সাধারণ মানুষ থেকে নেটিজেনদের।

রঞ্জন চন্দ