Tag Archives: Vande Bharat Express Train

Rail: খুব শীঘ্রই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার কোচ, কেমন দেখতে হবে ট্রেন? কী কী সুবিধা মিলবে? জানুন

কলকাতাঃ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রত্যক্ষ সহযোগিতায় বিইএমএল প্রথম পর্বে বন্দে ভারতের জন্য বাতানুকূল স্লিপার তৈরি করছে বলে জানিয়েছেন সংস্থার সিএমডি শান্তনু রায়। নতুন ট্রেনের মোটর এবং ট্রেন চালানোর গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহ করছে হায়দরাবাদের মেধা সংস্থা। নতুন ট্রেনে এসি টু-টিয়ার এবং থ্রি-টিয়ারে উপরের বার্থে ওঠার ক্ষেত্রে বয়স্ক যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।

শুধু তাই নয়, এমনকি কামরার ভিতরে বিভিন্ন উপকরণ থেকে যাত্রীদের যাতে আঘাত না লাগে, সে দিকেও বিশেষ ভাবে লক্ষ রাখা হয়েছে। এ ছাড়াও আধুনিক রিডিং লাইট, একাধিক চার্জিং পয়েন্ট, বাতানুকূলের ব্যবস্থা, উন্নত শৌচাগার-সহ একাধিক সুবিধা ওই ট্রেনে থাকবে। নতুন ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক বৈশিষ্ট্য ছাড়াও দ্রুত গতি-বাড়ানো এবং কমানোর প্রযুক্তি থাকবে। ফলে ট্রেনের গড় গতিবেগ অনেকটাই বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ পথে যাতায়াতের সময়ও অনেকটা কমে আসবে।

আরও পড়ুনঃ ডু‌য়ার্সের এই সৌন্দর্য দেখেননি নিশ্চিত! পুজোয় গন্তব্য হোক এই গ্রাম! সারাজীবন মনে থেকে যাবে

অন্দরসজ্জা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ট্রেন চালানোর প্রযুক্তির দিক থেকে ১৬ কোচের ওই ট্রেন অভিনব হবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী রেল। কেন্দ্র ২০৩০ সালের মধ্যে বন্দে ভারতের জন্য ৮০০টি স্লিপার এক্সপ্রেস তৈরি করতে চায় বলে সূত্রের খবর। বন্দে ভারত স্লিপার সংস্করণের কাজ প্রায় সমাপ্ত। শেষ পর্যায়ের কাজ পুরোদমে চলছে এবং প্রথম ট্রেনটি আগামী দু’মাসের মধ্যে চালু হবে।

প্রযুক্তিগত সব কাজ প্রায় শেষ পর্যায়ে। বহু প্রতীক্ষিত বন্দে ভারতের স্লিপার সংস্করণ যাত্রীদের সহজ গতিশীলতা প্রদান করবে এবং ভবিষ্যতে বিভিন্ন সুবিধা দেবে। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক যারা তৈরি করেছে, বেঙ্গালুরুর সেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) সেটি বানাচ্ছে। অধিকন্তু, এই স্লিপার ট্রেনগুলির আধুনিক সুযোগ-সুবিধাগুলির মধ্যে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, আরও ভাল সাউন্ডপ্রুফিং, স্বয়ংক্রিয় দরজা যা একে অপরের সাথে যোগাযোগ করে এবং প্রতিটি কোচে ছোট প্যান্ট্রি। হুইলচেয়ার-অ্যাক্সেসযোগ্য স্লিপার, আরামদায়ক বাঙ্ক বিছানা এবং অ্যান্টি-স্পিল ওয়াশবাসিন এবং গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা-সহ বাথরুম থাকবে। বন্দে ভারত ট্রেনগুলি হল ভারতীয় রেলওয়ের বৃহত্তর উদ্যোগের একটি অংশ যা যাত্রীদের আরাম উন্নত করতে এবং ভ্রমণের সময় সংক্ষিপ্ত করার জন্য সারা দেশে প্রদত্ত আধা-হাই-স্পিড ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ানোর জন্য।

আবীর ঘোষাল 

Indian railway: বাজেটের আগে মন বুঝতে সচেষ্ট রেল, যাত্রীদের সঙ্গে কথা বলছেন রেলের শীর্ষকর্তারা

নয়া দিল্লি: বাজেটের আগে যাত্রীদের মন বুঝতে সচেষ্ট হল রেল। খোদ
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতনকুমার শ্রীবাস্তব আজ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস  পরিদর্শন করেন।

গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার যাত্রীদের সঙ্গে কথোপকথন করে তাঁদের নান সুযোগ-সুবিধা এবং অন্যান্য পরিষেবা সম্পর্কে  মূল্যবান প্রতিক্রিয়া গ্রহণ করেন।

আরও পড়ুন: ব্যাঙ্গালোরের আবহাওয়ায় মুগ্ধ হয়ে কলকাতা ছাড়তে চাইলেন এক ব্যক্তি, আর যা করতে চাইলেন জানলে চমকে যাবেন!

পাশাপাশি উপলব্ধ পরিষেবাগুলির আরও উন্নতির জন্য তিনি যাত্রীদের পরামর্শ নথিভুক্ত করেন।ট্রেন যাত্রার সময়  সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা সম্পর্কে যাত্রীদের সঙ্গে জেনারেল ম্যানেজার আলোচনা করেন৷

কোচ, টয়লেটের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেষা প্রদানকারীদের ব্যবহার সম্পর্কে যাত্রীদের কাছ থেকে মূল্যবান পরামর্শ গ্রহণ করেন। একাধিক যাত্রী উল্লেখ করেন যে গত কয়েক বছরে ট্রেনে যাত্রা করার অভিজ্ঞতার দৃশ্যত পরিবর্তন ঘটেছে। ট্রেন, শৌচালয়, এসি ইত্যাদির পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ যাত্রীদের একাধিক সুযোগ-সুবিধার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।

আরও পড়ুন: শারদোৎসব উপলক্ষে আগামী মঙ্গলে পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

যাত্রার সময় প্রত্যেক যাত্রীদের যেন ভাল অভিজ্ঞতা  হয় সেই বিষয়ে রেল প্রতিশ্রুতিবদ্ধ জানালেন, ম্যানেজার শ্রী শ্রীবাস্তব চান বলে উল্লেখ করেন।জেনারেল ম্যানেজার বিশেষত বন্দে ভারত এক্সপ্রেসের খাবারদাবারের মান সম্পর্কে যাত্রীদের সঙ্গে কথোপকথন করেন।

নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য তিনি যাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷ ভারতীয় রেলওয়ে যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷

গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রার সময় এই সেমি-হাই স্পিড ট্রেনের নিরাপত্তা বিষয়ে তিনি পরীক্ষা করেন। পরিদর্শনের সময় তিনি চালকদের আরও বেশি নিরাপদে চালানোর নির্দেশ দেন৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, তিনি প্রত্যেকটি কোচের টয়লেটের পরিচ্ছন্নতা পরিদর্শন করেন৷  রেলের কুলিং সিস্টেমরও পরীক্ষা করেন৷

কোচের ভিতরে উপযুক্ত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতেও তিনি কর্মীদের নির্দেশ দেন।

Vande Bharat Sleeper Train: ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত, চোখ ধাঁধানো অন্দরমহল! ছবি প্রকাশ করলেন মন্ত্রী, দেখুন

বন্দেভারত নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই৷ তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র বন্দেভারতের চেয়ার কারেই যাতায়াত করেছে মানুষ৷ তবে এর মাঝে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, বন্দেভারত স্লিপার কারের কথাও৷ বন্দেভারতের স্লিপার কার নিয়েও জনমানসে তৈরি হয়েছে তুমুল উৎসাহ-উদ্দীপনা৷
বন্দেভারত নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই৷ তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র বন্দেভারতের চেয়ার কারেই যাতায়াত করেছে মানুষ৷ তবে এর মাঝে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, বন্দেভারত স্লিপার কারের কথাও৷ বন্দেভারতের স্লিপার কার নিয়েও জনমানসে তৈরি হয়েছে তুমুল উৎসাহ-উদ্দীপনা৷
ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই বন্দেভারত স্লিপার? কেমনই বা দেখতে হচ্ছে বন্দেভারত স্লিপারের অন্দরমহল? সম্প্রতি সেই সমস্ত তথ্যই এসেছে সামনে৷ সেমি হাই স্পিড ট্রেনগুলিতে চেয়ার কারের পাশাপাশি দীর্ঘযাত্রার জন্য স্লিপার কারেরও বন্দোবস্ত করা হচ্ছে৷
ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই বন্দেভারত স্লিপার? কেমনই বা দেখতে হচ্ছে বন্দেভারত স্লিপারের অন্দরমহল? সম্প্রতি সেই সমস্ত তথ্যই এসেছে সামনে৷ সেমি হাই স্পিড ট্রেনগুলিতে চেয়ার কারের পাশাপাশি দীর্ঘযাত্রার জন্য স্লিপার কারেরও বন্দোবস্ত করা হচ্ছে৷
জানা গিয়েছে, বন্দেভারতের স্লিপার সংস্করণ ১৬-কোচের ট্রেন হতে চলেছে৷ সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট। এতে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, ক্যামেরা, শব্দ নিরোধক ব্যবস্থা, বড় চওড়া কাচের জানালা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট৷ এই সমস্ত উন্নতমানের সুবিধা, যা এযাবৎকাল পর্যন্ত কোনও ভারতীয় ট্রেনে ছিল না।
জানা গিয়েছে, বন্দেভারতের স্লিপার সংস্করণ ১৬-কোচের ট্রেন হতে চলেছে৷ সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট। এতে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, ক্যামেরা, শব্দ নিরোধক ব্যবস্থা, বড় চওড়া কাচের জানালা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট৷ এই সমস্ত উন্নতমানের সুবিধা, যা এযাবৎকাল পর্যন্ত কোনও ভারতীয় ট্রেনে ছিল না।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ স্লিপার বন্দে ভারত বাণিজ্যিক ভাবে শুরু হতে চলেছে। তার আগে ১৫ অগাস্ট থেকে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ স্লিপার বন্দে ভারত বাণিজ্যিক ভাবে শুরু হতে চলেছে। তার আগে ১৫ অগাস্ট থেকে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
এর অর্থ, আগামী ২ মাসের মধ্যে ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত। স্লিপার বন্দে ভারত-এর কনসেপ্ট ছবিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
এর অর্থ, আগামী ২ মাসের মধ্যে ট্র্যাকে নামছে স্লিপার বন্দেভারত। স্লিপার বন্দে ভারত-এর কনসেপ্ট ছবিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
ট্রেনের ভিতরের দৃশ্যের ছবিতে দেখানো হয়েছে, বড় কাচের জানালা। উপরের আসনের উচ্চতাও খুব বেশি রাখা হয়নি। এখানে বাঙ্কে ওঠার জন্য তৈরি সিঁড়ির ফাঁক কম রাখা হয়েছে। এছাড়া, সিঁড়িতে বসানো হয়েছে কুশন। এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য।
ট্রেনের ভিতরের দৃশ্যের ছবিতে দেখানো হয়েছে, বড় কাচের জানালা। উপরের আসনের উচ্চতাও খুব বেশি রাখা হয়নি। এখানে বাঙ্কে ওঠার জন্য তৈরি সিঁড়ির ফাঁক কম রাখা হয়েছে। এছাড়া, সিঁড়িতে বসানো হয়েছে কুশন। এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য।
আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি। এ ছাড়া, যে লাইটগুলো বসানো হয়েছে তা-ও বেশ অভিনব, যা কোচের চেহারা আরও বাড়িয়ে দিচ্ছে।
আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি। এ ছাড়া, যে লাইটগুলো বসানো হয়েছে তা-ও বেশ অভিনব, যা কোচের চেহারা আরও বাড়িয়ে দিচ্ছে।
ছবি দেখে মনে হচ্ছে, সিটেও কাঠের কাজ করা হয়েছে। ছবির ভিত্তিতে বলা যেতে পারে এই ট্রেনে ৩টি ক্যাটাগরি রয়েছে। আগামী ৫ বছরে ৫০০ বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনকে ট্র্যাকে আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ছবি দেখে মনে হচ্ছে, সিটেও কাঠের কাজ করা হয়েছে। ছবির ভিত্তিতে বলা যেতে পারে এই ট্রেনে ৩টি ক্যাটাগরি রয়েছে। আগামী ৫ বছরে ৫০০ বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনকে ট্র্যাকে আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Vande Bharat Express: ১ টাকাও খরচ হবে না! এবার জল শেষ হলেই আরেকটি সম্পূর্ণ ফ্রি-তে, বন্দে ভারতের যাত্রীদের জন্য অভিনব সিদ্ধান্ত রেলের

নয়া দিল্লি: সুবিধার বিস্তার ও জল সম্পদের অপচয় হ্রাস করার লক্ষ্যে বন্দে ভারত ট্রেনে যাত্রীদের ৫০০ এমএল রেল নীর জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় রেলের সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, সমস্ত বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য ৫০০ এমএল-এর রেল নীর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার (পিডব্লিউডি) বোতল যোগান ধরার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রেনে মূল্যবান পানীয় জলের অপচয় হ্রাস করার জন্য এবং বর্তমান গ্রীষ্মকালের প্রতি লক্ষ্য রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পানীয় জলের মতো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে ক্রমশ বর্ধিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এবং যাত্রীদের সুবিধার্থে ও পরিবেশ স্থিরতা বজায় রাখতে রেলওয়ে এই উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এই সিদ্ধান্ত অনুসারে সমস্ত বন্দে ভারত ট্রেনের প্রত্যেক যাত্রীকে ৫০০ এমএল জলের বোতল দেওয়া হবে। তবে, যাত্রীদের চাহিদার ভিত্তিতে যদি প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত একটি ৫০০ এমএল জলের বোতল কোনও মাসুল ছাড়াই দেওয়া হবে। বন্দে ভারত ট্রেনের টিকিট বুক করা অধিকাংশ যাত্রীই স্বল্প দূরত্বের জন্য যাত্রা করে থাকেন। তাই, বেশির ভাগ ক্ষেত্রেই ৫০০ এমএল জলের বোতল পর্যাপ্ত হবে এবং স্বল্প দূরত্বের যাত্রার জন্য যাত্রীদের কাছেও তা সুবিধাজনক হবে।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

রেলওয়ের পক্ষ থেকে একাধিক বিষয় বিবেচনা করে তবে ৫০০ মিলি জলের বোতল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যাত্রী এবং পরিবেশ উভয়ের জন্যই উপকারী হবে।২০১৯ সালে দেশে প্রথম বন্দে ভারত ট্রেন চালু করা হয়েছিল। বন্দে ভারত ট্রেনে যাত্রীরা যে সমস্ত উৎকৃষ্ট সুযোগ-সুবিধা উপভোগ করেন তার মধ্যে অন্যতম হল যাত্রার সময় মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ এবং লাগেজ রাখার পর্যাপ্ত স্থান। পানীয় জলের ৫০০ এমএল বোতল চালু করার পদক্ষেপের ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির এবং দেশের অবশিষ্ট অংশের যাত্রীদের যাত্রাকালীন সুবিধা আরও বৃদ্ধি পাবে। রেল মনে করছে এর ফলে জল অপচয় বন্ধ হবে।

West Medinipur News: রাস্তায় চলছে বন্দে ভারত এক্সপ্রেস! বাসুলিয়া থেকে তমলুক রুটে জোর আওয়াজ তুলে চলল ট্রেন, দেখুন ভিডিও

পশ্চিম মেদিনীপুর: সবংয়ে রাস্তায় চলল বন্দে ভারত এক্সপ্রেস। এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি সত্যিই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকা সবংয়ে। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা।

তবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস-এর রুট বাসুলিয়া থেকে তমলুক। অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে সবং হয়ে চলবে বাসুলিয়া পর্যন্ত। যদিও তা নীলপুজো উপলক্ষে স্পেশ্যাল রান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রাস্তার ডান থেকে বাঁ, নাকি বাঁ থেকে ডান? বিড়াল কীভাবে পেরলে অশুভ হয়! উত্তর দিতে গিয়ে ভ্যাবাচ্যাকা

নীল-সাদা বন্দে ভারত এক্সপ্রেসকে রাস্তায় দেখে বেশ আনন্দিত সাধারণ মানুষ। এমনই ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নেপথ্যে আসল ঘটনা জানলে অবাক হবেন। লম্বা এই বন্দে ভারত এক্সপ্রেসের চাকা নেই। চাকাহীন বন্দে ভারত এক্সপ্রেস কাঁধে চাপিয়ে টেনে নিয়ে যাচ্ছে শিব ভক্তরা। সঙ্গে বাঁশি বাজিয়ে হুবহু ট্রেনের হর্ন বাজাচ্ছেন তাঁরা। শিবের পুজো উপলক্ষে এমন আয়োজনে উৎসবের মেজাজ সবং-এর প্রত্যন্ত এলাকায়।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বাসুলিয়া এলাকায় নীলপুজোর জল ঢালা অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে শোভাযাত্রায় থিম করা হয় বন্দে ভারত এক্সপ্রেস। যেখানে হুবহু বন্দে ভারত এক্সপ্রেসকে বানিয়েছেন শিবভক্তরা। জলের বাঁক নেওয়ার পাশাপাশি কাঁধে চাপিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে গ্রামীণ রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নীলপুজো উপলক্ষে জল ঢালা, বেশ কয়েক বছরের পুরানো রীতি-রেওয়াজ। সেই মতো নীলপুজোর দিন জল ঢালা উপলক্ষে নানান থিমের পাশাপাশি থিম করা হয় বন্দে ভারত এক্সপ্রেসকে। থার্মোকল, কাপড়, কাগজ দিয়ে বানানো হয় এক্সপ্রেসের রেপ্লিকা। স্বাভাবিকভাবে এমন থিম নজর কেড়েছে সাধারণ মানুষ থেকে নেটিজেনদের।

রঞ্জন চন্দ