বাড়ির এই স্থানে ভুলেও রাখবেন না চাবি

Vastu Tips: বাড়ির এই স্থানে কিন্তু ভুলেও রাখবেন না চাবি… জলের মতো বের হবে টাকা-পয়সা… খুব সাবধান

বাস্তুশাস্ত্রে চাবি নিয়ে একাধিক নিয়ম রয়েছে। নির্দিষ্ট স্থানে না রাখলে চাবি হারিয়ে যেতে পারে। তাহলে কোথায় থাকবে চাবি!  চাবি সঠিক স্থানে না রাখলে তা বাস্তু দোষ তৈরি করে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।
বাস্তুশাস্ত্রে চাবি নিয়ে একাধিক নিয়ম রয়েছে। নির্দিষ্ট স্থানে না রাখলে চাবি হারিয়ে যেতে পারে। তাহলে কোথায় থাকবে চাবি! চাবি সঠিক স্থানে না রাখলে তা বাস্তু দোষ তৈরি করে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।
 বাড়িতে চাবির দরকার সবসময়েই পড়ে। তালা ছাড়া চাবির কোনও প্রয়োজন নেই। বাড়ি, অফিস, গাড়ি, আলমারি, এমনকী ব্যাগেরও চাবি থাকে। তবে চাবি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না।
বাড়িতে চাবির দরকার সবসময়েই পড়ে। তালা ছাড়া চাবির কোনও প্রয়োজন নেই। বাড়ি, অফিস, গাড়ি, আলমারি, এমনকী ব্যাগেরও চাবি থাকে। তবে চাবি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না।
বাড়ির যেখানে সেখানে চাবি রাখবেন না। বিশেষত বসার ঘরে বা ড্রয়িং রুমে কখনওই চাবি রেখে দেবেন না। বাইরের লোকের সামনে বাড়ির কোনও চাবি কারও সামনে না আসাই শ্রেয়।
বাড়ির যেখানে সেখানে চাবি রাখবেন না। বিশেষত বসার ঘরে বা ড্রয়িং রুমে কখনওই চাবি রেখে দেবেন না। বাইরের লোকের সামনে বাড়ির কোনও চাবি কারও সামনে না আসাই শ্রেয়।
চাবি বা চাবির গোছা বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
চাবি বা চাবির গোছা বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র।
বাড়ির পশ্চিম দিকে সব সময় চাবি রাখুন। কাঠের চাবি স্ট্যান্ড রাখুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে। এতে পুণ্যফল লাভ করা যায়। যেখানে সেখানে চাবি ফেলে না রেখে কাঠের স্ট্যান্ডে সব সময় গুছিয়ে রাখুন চাবির গোছা।
বাড়ির পশ্চিম দিকে সব সময় চাবি রাখুন। কাঠের চাবি স্ট্যান্ড রাখুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে। এতে পুণ্যফল লাভ করা যায়। যেখানে সেখানে চাবি ফেলে না রেখে কাঠের স্ট্যান্ডে সব সময় গুছিয়ে রাখুন চাবির গোছা।
অফিস বা দোকানের চাবি রাখুন ঘরের উত্তর-পশ্চিম দিকে। আলমারির চাবি রাখুন বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে। ঘরের উত্তর বা পূর্ব দিকে চাবির স্ট্যান্ড রাখুন। তাহলে শুভফল লাভ করা যাবে। চাবির স্ট্যান্ডে কোনও দেবদেবীর ছবি না থাকাই ভাল।
অফিস বা দোকানের চাবি রাখুন ঘরের উত্তর-পশ্চিম দিকে। আলমারির চাবি রাখুন বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে। ঘরের উত্তর বা পূর্ব দিকে চাবির স্ট্যান্ড রাখুন। তাহলে শুভফল লাভ করা যাবে। চাবির স্ট্যান্ডে কোনও দেবদেবীর ছবি না থাকাই ভাল।
বাস্তুশাস্ত্র মতে, পুজোর স্থানে চাবি রাখা শুভ নয়। পুজোর সময় আমাদের মন ঈশ্বরের থেকে অন্যদিকে ঘুরে যেতে পারে।
বাস্তুশাস্ত্র মতে, পুজোর স্থানে চাবি রাখা শুভ নয়। পুজোর সময় আমাদের মন ঈশ্বরের থেকে অন্যদিকে ঘুরে যেতে পারে।
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না বা অনুরোধও করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না বা অনুরোধও করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷