Corn Cultivation: বৃষ্টির দেখা নেই, প্রবল তাপপ্রবাহে ক্ষতির মুখে ভুট্টা চাষিরা

উত্তর দিনাজপুর: প্রবল তাপপ্রবাহে মাথায় হাত উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিদের। ধান ও পাট চাষের পর এই জেলায় সবথেকে বেশি চাষ হয় ভুট্টার। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ , হেমতাবাদ, ইটাহার সহ জেলার ৯ টি ব্লকেই প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে জেলার একের পর এক ভুট্টা ক্ষেত। এই সময় কিছুটা বৃষ্টির দরকার ছিল। কিন্তু তার অভাবে সর্বস্বান্ত হতে বসেছেন ভুট্টা চাষিরা।

এই পরিস্থিতিতে অল্প কিছু সংখ্যক কৃষক পাম্প চালিয়ে সেচের ব্যবস্থা করলেও অনেকেই আর্থিক সঙ্গতির অভাবে সেই পথে পা বাড়াতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ভুট্টা চাষের কী হাল হবে তা নিয়ে আশঙ্কায় ভুগছেন সকলে। উত্তর দিনাজপুর জেলার বহু কৃষক ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছেন। এই পরিস্থিতিতে তাঁরা কীভাবেঋণ শোধ করবেন তা বুঝে উঠতে পারছেন না।

আর‌ও পড়ুন: ভোট প্রচারে ‘অনুব্রত’ দাওয়াইয়ে মিলল স্বস্তি!

এক কৃষক মোহন মণ্ডল জানান, গত বছর এই সময় বৃষ্টি হলেও এবারে বৃষ্টির দেখা নেই। ফলে ভুট্টা সহ অন্যান্য ফসলের ভীষণ ক্ষতি হচ্ছে। এক বিঘা জমিতে পাম্প সেট দিয়ে জল দিতে তিন হাজার টাকার মত খরচ হয়। তাই অনেক কৃষকের পক্ষেই পাম্প সেট দিয়ে জল দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে বিঘা প্রতি ভুট্টা চাষে প্রায়‌ ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে ভুট্টা চাষে অনেক টাকা খরচ হলেও বৃষ্টিপাত না হওয়ায় এবারে লাভ তো দূরের কথা খরচ‌ই উঠবে না বলে অনেক কৃষকের আশঙ্কা।

পিয়া গুপ্তা