Sikkim Tour: পর্যটকদের জন্য জ্যাকপট! এবার সিকিম ঘুরুন অর্ধেক খরচে! কোন ক্ষেত্রে কমল ব্যয়? জানুন

*সিকিমে পর্যটকদের গাড়িভাড়া কমাল প্রশাসন। নতুন গাড়িভাড়ার একটি চার্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ফলে এবার সিকিম বেড়ানোর খরচ বেশ কিছুটা কমতে চলেছে।
*সিকিমে পর্যটকদের গাড়িভাড়া কমাল প্রশাসন। নতুন গাড়িভাড়ার একটি চার্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ফলে এবার সিকিম বেড়ানোর খরচ বেশ কিছুটা কমতে চলেছে।
*২৪ মে সিকিমের পর্যটন এবং অসামরিক পরিবহণ দফতরের তরফে একটি বৈঠক হয়। সেখানে নয়া গাড়িভাড়ার চার্টের পাশাপাশি গ্যাংটক থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য প্রয়োজনীয় পারমিটের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
*২৪ মে সিকিমের পর্যটন এবং অসামরিক পরিবহণ দফতরের তরফে একটি বৈঠক হয়। সেখানে নয়া গাড়িভাড়ার চার্টের পাশাপাশি গ্যাংটক থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য প্রয়োজনীয় পারমিটের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
*বৈঠকেই সম্মতিক্রমে নয়া গাড়িভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। লাক্সারি ট্যাক্সির ভাড়া কমিয়ে ৭ হাজার এবং সাধারণ ট্যাক্সির ভাড়া কমিয়ে সাড়ে ৬ হাজার টাকা করা হয়েছে। এই ভাড়াই নির্দিষ্ট করা হয়েছে। এই ভাড়ার চেয়ে বেশি টাকা কোনও আর কোনও পর্যটকের থেকে চাইতে পারবেন না গাড়িচালকরা।
*বৈঠকেই সম্মতিক্রমে নয়া গাড়িভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। লাক্সারি ট্যাক্সির ভাড়া কমিয়ে ৭ হাজার এবং সাধারণ ট্যাক্সির ভাড়া কমিয়ে সাড়ে ৬ হাজার টাকা করা হয়েছে। এই ভাড়াই নির্দিষ্ট করা হয়েছে। এই ভাড়ার চেয়ে বেশি টাকা কোনও আর কোনও পর্যটকের থেকে চাইতে পারবেন না গাড়িচালকরা।
*কোনও গাড়িচালক নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি চাইলে পর্যটকরা অভিযোগ দায়ের করতে পারবেন। এর জন্য 9434182178 (পর্যটন দফতর), 7908081127 (পুলিশ চেক পোস্ট) এবং 9434126851 (পরিবহণ দফতর) নম্বরে ফোন করতে পারবেন পর্যটকরা।
*কোনও গাড়িচালক নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি চাইলে পর্যটকরা অভিযোগ দায়ের করতে পারবেন। এর জন্য 9434182178 (পর্যটন দফতর), 7908081127 (পুলিশ চেক পোস্ট) এবং 9434126851 (পরিবহণ দফতর) নম্বরে ফোন করতে পারবেন পর্যটকরা।
*সিকিম প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও গাড়িচালক কিংবা মালিক এই নির্ধারিত ভাড়া চেয়ে বেশি টাকা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
*সিকিম প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও গাড়িচালক কিংবা মালিক এই নির্ধারিত ভাড়া চেয়ে বেশি টাকা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।