ভাঙা স্কুল

South 24 Parganas News: শিয়রে ভোট! আশায় বুক বাঁধছে ভাঙা স্কুলের গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ইয়াসে উড়েছিল স্কুলের ছাউনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় ২ বছর। কিন্তু আর সারানো হয়নি স্কুলের ছাউনি। সমস্ত জায়গায় বলে কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে গরানকাটি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা স্কুলেই চলছিল পড়াশোনার কাজ। স্কুলের দুটি ঘরের মধ্যে একটি ঘরের অবস্থা এমন হওয়ায়, স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নেন একটি ঘরেই হবে পড়াশোনার কাজ। ওই একটি ঘরেই বসবেন শিক্ষকদের অফিস আবার ক্লাসরুম।

আরও পড়ুন:  সুন্দরবনে বাড়ছে চোখের সমস্যা, সমাধানে নন্দকুমারপুরে তৈরি উন্নতমানের হাসপাতাল

এভাবে গড়িয়ে গড়িয়ে চলছিল স্কুলের পঠনপাঠনের কাজ। কিন্তু এরমধ্যে এসে গিয়েছে নির্বাচন। এই স্কুলরুমটিকেই ব্যবহার করা হবে বুথ হিসাবে। কিন্তু ভাঙা স্কুলে তো আর নির্বাচনের মত গুরুত্বপূর্ণ কাজ করা যায়না।আর সেজন্য গ্রামবাসীরা এবার জোরালো দাবি তুলেছেন স্কুল সারানোর। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ পুরকাইতও সেক্টর অফিসারের কাছে একই দাবি জানিয়েছেন‌। সেক্টর অফিসার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ছাত্র-ছাত্রীদের জন্য না হলেও, এবার ভোটের জন্য কি স্কুল সারানো হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই আশায় বুক বাঁধছেন সকলে। সকলের চিন্তা ভাঙা স্কুলে পড়াশোনা চললেও কি আর নির্বাচন করবে প্রশাসন। কি হবে ভবিষ্যতে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

নবাব মল্লিক